পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার পরিমানে লেনদেন। তবে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯২ টি কোম্পানির ১৫ কোটি ৬০ লক্ষ ৮৩ হাজার ২৪০ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৬৩ কোটি ৭৬ লক্ষ ৩৮ হাজার ৭১৮ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২১.৯৯ পয়েন্ট বেড়ে৪৯৬৩.৮৩ ডিএস-৩০ মূল্য সূচক ৪.১৯ পয়েন্ট বেড়ে ১৯০৩.২৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.৭৪ পয়েন্ট বেড়ে ১০৩৪.৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ২৬২ টির, কমেছে ৬৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬ টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: সিমটেক্স, ওরিয়ন ইনফিউশন, মুন্নুফেব্রিক, বিডি থাই ফুড, ডমিনেজ স্টীল, এ´ী পেস্টিসাইড, আনোয়ার গ্যালভানাইজিং, তৌফিকা ফুড, খান ব্রাদার্স পিপি ও এশিয়াটিক ল্যাব্রেটোরিজ
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: দেশবন্ধৃ পলিমার, মুন্নু অ্যাগ্রো, মুন্নুফেব্রিক, মেঘনা ইন্সু:, ১ম জনতা ব্যাংক মি. ফা., শেফার্ড ইন্ডা:, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, কপারটেক ইন্ডা:, ডিবিএইচ ১ম মি. ফা. ও ইনটেক লি:
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: মেঘনা পেট্রলিয়াম, প্রাইম ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, হামিদ ফেব্রিকস, জিএসপি ফাইন্যান্স, নূরানী ডাইং, জেনারেশন নেক্সট, সামিট অ্যালায়েন্স পোর্র্ট, শ্যামপুর সুগার ও মেঘনা কন্ডেন্সেড মিল্ক।
আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৮৬৩৬৮২২০৯৭৪৩.০০।


