December 11, 2025 - 4:56 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতমোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার কারণ জানাল ডিএমপি

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার কারণ জানাল ডিএমপি

spot_img

নিজস্ব প্রতিবেদক: মাত্র দুই হাজার টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করে গৃহকর্মী আয়েশা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, দুই হাজার টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করেই সুইচ গিয়ার ও চাকু দিয়ে লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে গৃহকর্মী আয়েশা। হত্যা মামলায় গ্রেপ্তার গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানায় সে।

নজরুল ইসলাম বলেন, দুই হাজার টাকা চুরি করায় লায়লা আফরোজ আয়েশাকে পুলিশে দেওয়ার ভয় দেখান ও রাগারাগি করেন। এই ঘটনায় পরদিন সকালে সুইচ গিয়ার ও চাকু নিয়ে ওই বাসায় প্রবেশ করে লায়লা আফরোজকে এলোপাথাড়ি কোপায় গৃহকর্মী। তখন মেয়ে নাফিসা ঘুমিয়ে ছিল। সে শব্দ পেয়ে জেগে উঠে ইন্টারকমের মাধ্যমে সিকিউরিটিকে জানাতে গেলে মেয়েকেও আঘাত করে গৃহকর্মী আয়েশা।

ডিএমপির অতিরিক্ত কমিশনার আরও বলেন, ‘তাদের কুপিয়ে হত্যা করার পর বাসা থেকে ল্যাপটপ ও মোবাইল নিয়ে পালিয়ে যায় আয়েশা। এরপর মোবাইল সিংগাইর ব্রিজ থেকে নদীতে ফেলে দেয়। হত্যাকাণ্ডের রাতে গৃহকর্মী আয়েশা তার মায়ের বাসায় ছিল। পরদিন সকালে স্বামী জামাল সিকদারসহ সে ঝালকাঠির নলছিটি উপজেলার চরকারা গ্রামে চলে যায়। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি করা ল্যাপটপ উদ্ধার হয়।

চুরির বিষয়ে নজরুল ইসলাম বলেন, ‘আয়েশার ভেতর স্পষ্ট ক্রিমিনাল ইন্টেনশন আছে। আয়েশার গলায় পোড়া দাগ রয়েছে। এর ভিত্তিতেই আমরা সহজেই তাকে চিহ্নিত করি। তার এই পোড়া দাগ নিয়ে দুই ধরনের তথ্য আছে, একটি হলো মায়ের সঙ্গে রাগারাগি করে নিজে আগুন দিয়েছে এবং আরেকটি এক বাসায় কাজ করার সময় চুলা থেকে আগুন লেগে পুড়ে যায়। চুরির দায়ে গৃহকর্মী আয়েশা এর আগে থানায় ধরা পড়েছিল। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় জিডি ছিল। আগেও সে আরেক বাসা থেকে আট হাজার টাকা চুরি করেছিল। এমনকি তার বোনের বাসা থেকেও চুরি করেছিল।

গৃহকর্মী আয়েশাকে নিয়ে আরও তদন্ত চলছে। তাকে রিমান্ডে আনার পর এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বলে প্রেস ব্রিফিংয়ে জানান পুলিশ কমিশনার।

এর আগে, গত সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসা থেকে মা লায়লা আফরোজ ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় গত সোমবার নাফিসার বাবা আজিজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় গৃহকর্মী আয়েশাকে আসামি করে মামলা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আচরণবিধি কঠোরভাবে নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার পরদিন...

বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ হাইকোর্টের

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ...

শেয়ার কিনবেন সালভো কেমিক্যালের এমডি

পুঁজিবাজার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সালভো কেমিক্যালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: সালাম ওবায়দুল করিম শেয়ার ক্রয়ের ঘোষনা দিয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ...

জিএসপি ফাইন্যান্সের এজিএম স্থগিত

পুঁজিবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ডিএসই সূত্রে...

শিগগিরই দেশে আসবেন তারেক রহমান: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারেক রহমান খুব...

পবিত্র রজব মাসের ফজিলত ও ইবাদত

হাফিজ মাছুম আহমদ দুধরচকী।। ‘রজব’ হলো আল্লাহ তায়ালার বিশেষ অনুগ্রহের মাস। রজব মাস বান্দার গুনাহ মাফের মাস। রজব মাসের সঙ্গে ইসলামের অতীত ইতিহাস, সংস্কৃতি...

নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি

নিজস্ব প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের চূড়ান্ত শুনানি ত্রয়োদশ জাতীয়...