January 8, 2026 - 4:36 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতমোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার কারণ জানাল ডিএমপি

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার কারণ জানাল ডিএমপি

spot_img

নিজস্ব প্রতিবেদক: মাত্র দুই হাজার টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করে গৃহকর্মী আয়েশা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, দুই হাজার টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করেই সুইচ গিয়ার ও চাকু দিয়ে লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে গৃহকর্মী আয়েশা। হত্যা মামলায় গ্রেপ্তার গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানায় সে।

নজরুল ইসলাম বলেন, দুই হাজার টাকা চুরি করায় লায়লা আফরোজ আয়েশাকে পুলিশে দেওয়ার ভয় দেখান ও রাগারাগি করেন। এই ঘটনায় পরদিন সকালে সুইচ গিয়ার ও চাকু নিয়ে ওই বাসায় প্রবেশ করে লায়লা আফরোজকে এলোপাথাড়ি কোপায় গৃহকর্মী। তখন মেয়ে নাফিসা ঘুমিয়ে ছিল। সে শব্দ পেয়ে জেগে উঠে ইন্টারকমের মাধ্যমে সিকিউরিটিকে জানাতে গেলে মেয়েকেও আঘাত করে গৃহকর্মী আয়েশা।

ডিএমপির অতিরিক্ত কমিশনার আরও বলেন, ‘তাদের কুপিয়ে হত্যা করার পর বাসা থেকে ল্যাপটপ ও মোবাইল নিয়ে পালিয়ে যায় আয়েশা। এরপর মোবাইল সিংগাইর ব্রিজ থেকে নদীতে ফেলে দেয়। হত্যাকাণ্ডের রাতে গৃহকর্মী আয়েশা তার মায়ের বাসায় ছিল। পরদিন সকালে স্বামী জামাল সিকদারসহ সে ঝালকাঠির নলছিটি উপজেলার চরকারা গ্রামে চলে যায়। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি করা ল্যাপটপ উদ্ধার হয়।

চুরির বিষয়ে নজরুল ইসলাম বলেন, ‘আয়েশার ভেতর স্পষ্ট ক্রিমিনাল ইন্টেনশন আছে। আয়েশার গলায় পোড়া দাগ রয়েছে। এর ভিত্তিতেই আমরা সহজেই তাকে চিহ্নিত করি। তার এই পোড়া দাগ নিয়ে দুই ধরনের তথ্য আছে, একটি হলো মায়ের সঙ্গে রাগারাগি করে নিজে আগুন দিয়েছে এবং আরেকটি এক বাসায় কাজ করার সময় চুলা থেকে আগুন লেগে পুড়ে যায়। চুরির দায়ে গৃহকর্মী আয়েশা এর আগে থানায় ধরা পড়েছিল। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় জিডি ছিল। আগেও সে আরেক বাসা থেকে আট হাজার টাকা চুরি করেছিল। এমনকি তার বোনের বাসা থেকেও চুরি করেছিল।

গৃহকর্মী আয়েশাকে নিয়ে আরও তদন্ত চলছে। তাকে রিমান্ডে আনার পর এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বলে প্রেস ব্রিফিংয়ে জানান পুলিশ কমিশনার।

এর আগে, গত সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসা থেকে মা লায়লা আফরোজ ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় গত সোমবার নাফিসার বাবা আজিজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় গৃহকর্মী আয়েশাকে আসামি করে মামলা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়: আসিফ নজরুল

স্পোর্টস ডেস্ক: যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বর্তমান পরিস্থিতিতে আগামী মাসে  ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে...

৫ বছর গুম থাকলে সম্পত্তি বণ্টনের আদেশ দিতে পারবেন ট্রাইব্যুনাল

কর্পোরেট সংবাদ ডেস্ক: গুম হওয়া ব্যক্তির পরিবারের আইনি সুরক্ষা ও উত্তরাধিকার নিশ্চিত করতে নতুন সংশোধিত অধ্যাদেশ জারি করেছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের...

যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৭ হাজার ৮৫৫ টন ভুট্টা

অর্থ-বাণিজ্য ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে ২০১৮ সালের পর প্রথমবারের মত বাংলাদেশে আসা ভুট্টার চালান খালাস করা হচ্ছে। চালানটিতে ২০২৫-২৬ ফসল মৌসুমে নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা...

বাংলাদেশ ব্যাংক ও এনসিসি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: স্টার্ট-আপ খাতে অর্থায়ন সম্প্রসারণের লক্ষ্যে এনসিসি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত পুনঃঅর্থায়ন...

ঢাকা-করাচি রুটে বিমানের ফ্লাইট শুরু ২৯ জানুয়ারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: দীর্ঘ ১৪ বছর পর আবারও ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৯ জানুয়ারি এই রুটে...

নির্বাচনের আগে-পরে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে ৭ দিন

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটের মাঠে ৭ দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

ইনটেকে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের প্রতিষ্ঠান ইনটেক লিমিটেডে কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটির সচিব হিসেবে...