December 10, 2025 - 7:38 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeঅন্যান্যপদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, বিকেল ৫টা নাগাদ তারা প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগপত্র কার্যকর হবে।

প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেছেন। ভবিষ্যতেও গণতন্ত্র বিকাশে জুলাই গণ-অভ্যুত্থানের মতো সাহসী ভূমিকা রাখার প্রত্যাশা করেন ড. ইউনূস। সরকারের মধ্যে থেকে অর্জিত অভিজ্ঞতা জীবনে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি।’

দুই উপদেষ্টার স্থলে কারা দায়িত্ব পালন করবেন, এই ব্যাপারে প্রধান উপদেষ্টা ড. ইউনূস এককভাবে সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন শফিকুল আলম।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বলে প্রথম থেকেই বলে আসছে সরকার। কিছু তথাকথিত ব্যক্তি ও সিনিয়র সাংবাদিক সন্দেহ তৈরি করছেন। এতে হয়তো তাদের কিছু ভিউ বাড়ছে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গণভোট নিয়ে দেশজুড়ে প্রচারণা চালানো হচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে এই প্রচারণা পৌঁছে যাবে।

এর আগে বিকেলে বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নির্বাচন করবো, এটা নিশ্চিত। তবে পদত্যাগের বিষয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না। পদত্যাগের বিষয়ে পরবর্তী তথ্য জানা যাবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। সেখান থেকেই এই বিষয়ে জানানো হবে।

তিনি বলেন, আমি আগেও বলেছি এখনও বলছি আমি নির্বাচন করব। তবে কোন আসন বা দল থেকে করব সে বিষয়ে পরে জানাব।

আসিফ মাহমুদ আরো বলেন, আমি আগেও বলেছি, উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিত নয়। যদিও আইনগত বাধ্যবাধকতা নেই। তবে আমি নিজেও সেটা প্র্যাকটিস করবো।

প্রসঙ্গগত, শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আসিফ মাহমুদ। পরে এ এফ হাসান আরিফকে (প্রয়াত) সরিয়ে আসিফ মাহমুদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় গত বছরের নভেম্বরে। এরপর থেকে তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন।

অন্যদিকে মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন। নিয়োগ পান গত বছরের ২৮ আগস্ট। পরে ১০ নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন। তবে সে সময় তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়নি। নাহিদ ইসলাম পদত্যাগ করার পর তাকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন সরকারে জায়গা পান। এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পান। আসিফ মাহমুদ প্রথমে শ্রম উপদেষ্টা, পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন।

আরও পড়ুন:

জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা বৃহস্পতিবার: ইসি সচিব

রায়পুরার চরাঞ্চলে সংঘাত বন্ধে কম্বিং অপারেশন করা হবে: স্বরাষ্ট উপদেষ্টা

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

নড়াইলে রোগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের কার্যক্রমে নিষেধাজ্ঞা

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় রোগীর পেটে গজ কাপড় রেখে সেলাই দেয়ার অভিযোগে মোর্শেদা সার্জিকাল ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালাসহ ক্লিনিকের সকল কার্যক্রম...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা বুধবার (১০ ডিসেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর...

মেঘনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন ছাদেকুর রহমান

কর্পোরেট ডেস্ক: মেঘনা ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: ছাদেকুর রহমানকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এর আগে তিনি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

পরিবেশ অধিদপ্তরকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে অধূমপায়ীদের স্বাস্থ্য সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর ও এর অধীনস্ত সকল কার্যালয়কে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। এখন থেকে...

পদত্যাগের বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে: আসিফ

নিজস্ব প্রতিবেদক: পদত্যাগের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমাদের পদত্যাগের বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে। প্রধান উপদেষ্টার প্রেস...

জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা বৃহস্পতিবার: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। ওইদিন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে নির্বাচন...

বেনাপোলের রেজাউলকে মানিলন্ডারিং মামলায় অভিযুক্ত করে চার্জশিট

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: মানিলন্ডারিং মামলায় বেনাপোলের চোরাকারবারী ও ঘাট মালিক রেজাউল ইসলাম রেজাকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে ঢাকা মালিবাগের সিআইডি পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইম’র...

যমুনা ব্যাংকের লোন ও ডিপিএস’র কিস্তি দেওয়া যাবে নগদে

কর্পোরেট ডেস্ক: দেশের অন্যতম বণিজ্যিক ব্যাংক যমুনা ব্যাংক পিএলসি-এর এখন থেকে খুব সহজেই ফান্ড ট্রান্সফার করতে পারবেন নগদের গ্রাহকেরা। সম্প্রতি যমুনা ব্যাংক পিএলসি’র প্রধান...