পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান বেড়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮৭ কোম্পানির শেয়ারদর বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯১টি কোম্পানির ১৩ কোটি ৫২ লক্ষ ৫৭ হাজার ৬৫৩ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৬৪ কোটি ৬৪ লক্ষ ৯৮ হাজার ১৮ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩৩.৬৫ পয়েন্ট বেড়ে ৪৯০৬.২৯ ডিএস-৩০ মূল্য সূচক ৬.৮৩ পয়েন্ট বেড়ে ১৮৯২.৯৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৬.৬৩ পয়েন্ট বেড়ে ১০২৭.৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৮৭টির, কমেছে ৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাব্রেটোরিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স পিপি, ডমিনেজ স্টীল, একমী পেস্টিসাইড, বিডি থাই ফুড, মুন্নু ফেব্রিক্স, ফাইন ফুডস ও মেঘনা পেট্রোলিয়াম।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: রহিমা ফুড, ইনটেক লি., এশিয়াটিক ল্যাব্রেটোরিজ, আইএসএন, রহিস টেক্সটাইল, এসবিএসি ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, নিটল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও একমী পেস্টিসাইড।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এফএএস ফাইন্যান্স, ফ্যামিলীটেক্স, বিডি থাই ফুড, নিউ লাইন ক্লথিং, ডিবিএইচ ফার্স্ট মি. ফা., পপুলার লাইফ ফার্স্ট মি. ফা., এবি ব্যাংক ফার্স্ট মি. ফা., অলটেক্স ইন্ডাস্ট্রিজ, তাল্লু স্পিনিং ও পিপলস লিজিং।
আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৮৭৬৭১৩৭৬৭৫৮১.০০।


