নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের ঘোষণা প্রচারে বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) প্রস্তুত থাকতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বাংলাদেশ বেতারকেও এজন্য চিঠি দেওয়া হয়েছে ইসির পক্ষ থেকে।
সোমবার (৮ ডিসেম্বর) ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে কমিশন। রেকর্ডের জন্য ১০ তারিখে সংশ্লিষ্টদের ডাকা হয়েছে। তবে কোন সময়ে রেকর্ড হবে তা কমিশন জানিয়ে দেবে।
জানা গেছে, বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাতের কর্মসূচি রয়েছে। এরপরই বিটিভি ও বেতারে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করা হতে পারে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘বিটিভি ও বেতারে ভাষণের মাধ্যমে তফসিল হবে। ১০ ডিসেম্বর হতে পারে। আর তো সময় নেই, ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল দিতে হবে।’
প্রতি জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি ও বেতারে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। রেওয়াজ অনুযায়ী যেদিনই বক্তব্য রেকর্ড হয় সেদিনই সাধারণত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়।
ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন (ইসি)। ভাষণে সিইসি জনগণকে সংসদ নির্বাচনে ভোট দেওয়া এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানাবেন।
তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ রেকর্ড করা হয়নি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সরাসরি বিটিভি ও বেতারে তফসিল প্রচার করেন। তবে এবার তফসিল সংক্রান্ত ভাষণ রেকর্ড করবে ইসি।
আরও পড়ুন:
গুজব ও গিবতকারীদের থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান আইন উপদেষ্টার
৩২ হাজার সহকারী শিক্ষককে মামলার কারণে পদোন্নতি দেওয়া যাচ্ছে না: গণশিক্ষা উপদেষ্টা
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট আয়োজনে প্রস্তুত কমিশন: সিইসি


