তাড়াশে পরকীয়া সম্পর্কের জেরে সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু

Posted on December 4, 2025

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘর্ষে আয়নাল হক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেশীগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ প্রেমিকার দুই ভাইকে গ্রেফতার করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দেশীগ্রাম উত্তরপাড়া এলাকার বাহের আলীর মেয়ে সাকিরুন খাতুনের (৩৫) সঙ্গে পার্শ্ববর্তী কানপুর পাড়ার মৃত বাদশা শেখের ছেলে আয়নাল হকের দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আয়নাল হক সাকিরুনের ঘরে প্রবেশ করলে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। পরে সাকিরুনের বাবা, ভাই এবং প্রতিবেশীরা তাকে আটক করে মারধর করেন।

প্রথম ধাপের সংঘর্ষের পর আহত আয়নাল হক বাড়ি ফিরে আত্মীয়স্বজনকে নিয়ে আবারও সাকিরুনের বাড়ির দিকে আসেন। এ সময় পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আয়নাল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পুলিশ সাকিরুন খাতুনের দুই ভাই আমির হোসেন (৪০) ও নুরুল হককে (২৭) গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, তদন্ত চলছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন:

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির ২ বাসে আগুন

চা খেয়ে ফেরার পথে মোটসাইকের দুর্ঘটনায় ৩ বন্ধুর মৃত্যু

সিরাজগঞ্জে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক