![]() |

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে গত মাসের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৬৭ জনে পৌঁছেছে। বুধবার (৩ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য জানান। ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইকাচাই পিয়েনশ্রীওয়াচারা বলেন, গত নভেম্বর মাসের শেষের দিকে ভারী বৃষ্টিপাত ও বন্যায় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল প্লাবিত হয়।
২২ নভেম্বর থেকে ২৭ নভেম্বরের মধ্যে দেশটির আটটি প্রদেশে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ২৬৭ জন মারা গেছে। এদের মধ্যে ১৪২ জনই পর্যটন সমৃদ্ধ হাত ইয়াই জেলার।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৬৭ https://corporatesangbad.com/528157/ |