উল্লাপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭

Posted on December 2, 2025

মাসুদ রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে পুলিশ বাদী মামলায় ওয়ারেন্টভুক্ত ও মাদক মামলায় ১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতভর থানার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন-পুলিশ বাদী মামলার আসামি দুইজন সদর ইউনিয়নের বাঁখূয়া গ্রামের আব্দুস সামাদ এর ছেলে ইখতিয়ার উদ্দিন লাভলু, ঝিকরা গ্রামের শামসুল এর ছেলে বেলাল হোসেন, ওয়ারেন্ট মূলে পৌর শহরে শ্রীকোলা গ্রামের মৃত: আলীর ছেলে রুহুল আমিন, রাজমান দওপাড়া গ্রামের তছির এর মেয়ে রাবেয়া খাতুন, জঙ্গিপুর গ্রামের কছিম উদ্দিনের ছেলে সোনা খান, এছাড়া ১৫১ ধারায় ঝিকরা গ্রামের মৃত মিরাজ তালুকদারের ছেলে আব্দুল গফুর তালুকদার এবং রজব আলীর ছেলে আজহার আলী এ ছাড়াও মাদক মামলায় উল্লাপাড়া এনায়েতপুর আদর্শ গ্রামের সারোয়ার হোসেনের ছেলে জুয়েল মিয়া সহ বিভিন্ন মামলায় মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ একরাম হোসাইন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক উদ্ধার সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।