![]() |

কর্পোরেট ডেস্ক: সোমবার (১ ডিসেম্বর) প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেড-এর সিটি সেন্টার, মতিঝিল, ঢাকা–স্থ নতুন শাখা অফিসের শুভ উদ্বোধন এক জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ আকতার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ–এর চীফ কনসালটেন্ট টু দ্য বোর্ড রহিম উদ্-দৌলা চৌধুরী এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা সামছুল আলম। স্বতন্ত্র পরিচালক এনায়েত হুসাইন খান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিঃ–এর মুখ্য নির্বাহী কর্মকর্তা রাজিব হাসান।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ নতুন অফিসের আধুনিক অবকাঠামো ও গ্রাহকসেবা কার্যক্রম পরিদর্শন করেন। তারা জানান, প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেড আধুনিক প্রযুক্তি–নির্ভর সেবা এবং গ্রাহকবান্ধব ব্যবস্থাপনার মাধ্যমে সিকিউরিটিজ সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের অগ্রগতি, সাফল্য ও ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| প্রাইম ইসলামী সিকিউরিটিজের নতুন শাখা অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন https://corporatesangbad.com/528020/ |