মেডিকেল বোর্ডের চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

Posted on December 2, 2025

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, গত ২৭ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া সিসিইউতে রয়েছেন। তিনি মেডিকেল বোর্ডের চিকিৎসা গ্রহণ করতে পারছেন। একইসঙ্গে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি আমেরিকা (জনস হপকিন্স), ইউকে (লন্ডন ক্লিনিক) এবং চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি যৌথ মেডিকেল টিমের অধীনে তাঁর চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানীতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি উনি গ্রহণ করতে পারছেন। তবে এই সংকটময় মুহূর্তে তাঁর সুস্থতার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাইছি।’

বিভ্রান্তিকর খবর ছড়ানো প্রসঙ্গে বিএনপির পক্ষ থেকে কঠোর বার্তা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, ‘স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আমি আপনাদেরকে ব্রিফ করব। এর বাইরে অন্য কারও ব্রিফিং বা গুজবে কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে।’

ডা. জাহিদ আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চিকিৎসার সমস্ত বিষয়ে তদারকি করছেন। এ ছাড়া বন্ধুপ্রতিম বিভিন্ন দেশ, যেমন—যুক্তরাষ্ট্র, ইউকে, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত চিকিৎসার ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যার জন্য দল কৃতজ্ঞ।

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ হোসেন স্পষ্ট করে বলেন, মেডিকেল বোর্ডের সদস্যরা তাঁকে (খালেদা জিয়া) নিয়মিত পর্যবেক্ষণ করছেন। আজও ইউকে থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আসবেন। মেডিকেল বোর্ড যখন মনে করবে, তখনই উনাকে যথাযথ সময়ে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। রোগীর বর্তমান অবস্থা ও সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে এই মুহূর্তে কোনো কিছু করার সুযোগ নেই।

সবাইকে ধৈর্য ধারণ করার এবং বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করার আহ্বান জানান ডা. জাহিদ হোসেন।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেদিন তার অনেক শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে নানা পরীক্ষা-নিরীক্ষার পর তার চিকিৎসা শুরু হয়। অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

আরও পড়ুন:

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

খালেদা জিয়ার আরোগ্য কামনায় নরেন্দ্র মোদির প্রার্থনা