December 5, 2025 - 11:27 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeঅন্যান্যসিরিজ জয়ের মিশনে মাঠে নামছে বাংলাদেশ-আয়ারল্যান্ড

সিরিজ জয়ের মিশনে মাঠে নামছে বাংলাদেশ-আয়ারল্যান্ড

spot_img

স্পোর্টস ডেস্ক: প্রথম দুই ম্যাচ শেষে বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১’এ সমতায়। তৃতীয় ও শেষ ম্যাচ জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ নিয়ে বছর শেষ করতে চায় টাইগাররা। এমন লক্ষ্য নিয়ে আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টায় শুরু হওয়া সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস।

দুই ম্যাচের টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি খেলতে নেমেই হোচট খায় বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরে যায় টাইগাররা।

তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নেয় তারা। ৪ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় লিটন দাসের দল। জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজের শেষটাও রাঙাতে চায় টাইগাররা।

কারণ চলতি বছরে এটিই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচ ও সিরিজ জিতে বছর শেষ করতে মুখিয়ে আছে লিটন-হৃদয়রা।

ফেভারিটের তকমা নিয়ে টি-টোয়েন্টি সিরিজে খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্সে বাংলাদেশকে চমকে দেয় আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচেও জয়ের ভাল সুযোগ ছিল সফরকারীদের। ১৭১ রানের পুঁজি নিয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় আয়ারল্যান্ড।

জবাবে ওপেনার তানজিদ তামিম দ্রুত ফেরার পর পারভেজ হোসেন ইমন, অধিনায়ক লিটন দাস ও সাইফ হাসানের দৃঢ়তায় ভালভাবেই ম্যাচে টিকে ছিল বাংলাদেশ। ইমনের সাথে ৬০ ও সাইফকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন লিটন।

ইমন ৪৩ রানে ফেরার পর হাফ-সেঞ্চুরি তুলে নেন লিটন। তবে ১৯ রানের ব্যবধানে ৪ উইকেট পতনে ম্যাচ নিয়ে শঙ্কায় পড়ে বাংলাদেশ। ১৫৭ রানে ৬ উইকেট হারায় টাইগাররা। লিটন ৫৭ ও সাইফ ২২ রান করেন।

শেষ দিকে বাংলাদেশকে স্বস্তির জয় এনে দেন মোহাম্মদ সাইফুদ্দিন। তার ৭ বলে ১৭ রানের ক্যামিও ইনিংসের সুবাদে ২ বল বাকী থাকতে জয়ের বন্দরে পৌঁছায় টাইগাররা। সিরিজের শেষ ম্যাচের জন্য দলে ফেরানো হয়েছে ব্যাটার শামীম পাটোয়ারিকে। প্রথম দুই ম্যাচের দলে ছিলেন না তিনি।

এখন পর্যন্ত দশবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এরমধ্যে টাইগারদের জয় ৬ ম্যাচে ও হার ৩ ম্যাচে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। তৃতীয় ও শেষ ম্যাচ জিততে পারলে বাংলাদেশের বিপক্ষে যেকোন ফরম্যাটে প্রথমবারের মত সিরিজ জয়ের স্বাদ নেবে আয়ারল্যান্ড। ২০২৩ সালে সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।

বাংলাদেশ দল : লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, শামীম হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

আয়ারল্যান্ড দল : পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্পফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথিউ হামফ্রিজ, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়ং।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই...

রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক নাম, যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, আন্দোলন ও সংগ্রামের প্রতীক...

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত...

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন...

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

কর্পোরেট ডেস্ক: ২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্...

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে...