পাঁচ দিনব্যাপী “বিসিক বিজয় মেলা–২০২৫” এর উদ্বোধন

Posted on December 1, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আয়োজিত “বিসিক বিজয় মেলা–২০২৫” এর উদ্বোধনী করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় বিসিক ভবন প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম। এসময় বিসিকের সম্মানিত পরিচালকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবারের মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। মেলায় পাওয়া যাবে বাংলাদেশের ঐতিহ্যবাহী ও ভৌগোলিক নির্দেশক (GI) পণ্যের সমাহার—যার মধ্যে রয়েছে জামদানি, শতরঞ্জি, মনিপুরী শাড়ি, নকশী কাঁথাসহ নানান হস্ত ও কারুশিল্প সামগ্রী।

এছাড়াও রয়েছে চামড়াজাত, পাটজাত, বস্ত্রজাত পণ্য, আকর্ষণীয় গহনা, বিভিন্ন বুটিক্স সামগ্রী এবং ঘরোয়া কারুশিল্প পণ্য। দর্শনার্থীদের জন্য রয়েছে বিশেষ খাবারের আয়োজন—শীতের পিঠা-পুলি, খাঁটি মধু, সরিষার তেল, ঘি, ঘরে তৈরি আচার ও অন্যান্য মুখরোচক খাদ্যপণ্য।

বিজয়ের মাস উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এ মেলা ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

দেশীয় শিল্প ও উদ্যোক্তা বিকাশে সহায়ক এই মেলায় সকলকে আমন্ত্রণ জানাচ্ছে বিসিক।