রায়গঞ্জে পুকুর থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

Posted on December 1, 2025

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে ঘুড়কা ইউনিয়নের দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে মরদেহটি উঠে আসে।

পুলিশ জানায়, শিশুটির বয়স আনুমানিক ৬ থেকে ৭ বছর। মরদেহটি বেশ কয়েকদিন আগের বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধানে ধারণা মিলেছে, শিশুটিকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছিল। ঘটনাস্থল ঘিরে অনুসন্ধান চলছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।