![]() |

কর্পেোরেট সংবাদ ডেস্ক: সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে বার্ষিক, নির্বাচনী এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়েই নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার (১ ডিসেম্বর) অধিদপ্তরের সরকারি মাধ্যমিক শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক খান মঈনউদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আওতায় ২০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত বার্ষিক পরীক্ষা এবং ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর পাশাপাশি, ২৮ থেকে ৩১ ডিসেম্বর দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাউশি সব পরীক্ষা নির্ধারিত সময়ে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে।
পরিপত্রে সতর্ক করা হয়েছে, পরীক্ষার সময় কোনো শিক্ষক বা কর্মকর্তার শৈথিল্য বা অনিয়ম ধরা পড়লে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা https://corporatesangbad.com/527919/ |