মাসুদ রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজ হওয়ার পরের দিন রবিবার ভোরে জলাশয় থেকে শহিদুল ইসলাম মণ্ডল(৬৫) নামের এক বৃদ্ধর ভাসমান লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা ব্রীজ সংলগ্ন জলাশয়ে পানিতে ভাসমান অবস্থায় নিহত বৃদ্ধর লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, শনিবার বিকেলে কাউকে না বলে শহিদুল ইসলাম বাড়ি থেকে বেড় হয়ে যান, রাত গভীর হয়ে আসলে তিনি বাড়িতে আসে না। পরে তার ছেলে নোমানসহ পরিবারের লোকজন আশেপাশে ও স্বজনেরা খোঁজখুজির পর তাকে পাওয়া যায়নি। পরের দিন ভোরে জলাশয়ের পাশ দিয়ে গ্রামের ছেলে মেয়েরা মসজিদ মক্তবে পড়তে যাওয়ার সময় নিহতের লাশ পানিতে ভাসতে দেখে চিৎকার দেয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে থানা পুলিশকে খবর দেন।
পারিবারিক সূত্রে ও নিহতের ছেলে নোমান জানান রবিবার সকলে লোকজনের মাধ্যমে জানতে পেরে বাবার মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়। আমাদের কোন শক্রু নাই,দেড় বছর আগে মা মারা যাওয়ার পর থেকে বাবা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ২/৩ দিন হলো বাবার মানষিক সমস্যা বেড়ে গেছে এ জন্যই হয়তো খালের পাশে দিয়ে হেটে যাওয়ার সময় গোড়ে পানিতে ডুবে মারা গেছে।শরীরে কোন ক্ষতচিন্হ নাই। আমাদের পরিবার থেকে কারোর প্রতি কোন অভিযোগ নাই।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: একরামুল হোসাইন বলেন, শহিদুলের মৃত্যুকে ঘিরে পরিবার কোনো অভিযোগ দেয়নি। মরদেহেও আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর কারণ নির্ণয় করা সম্ভব নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


