কর্পোরেট সংবাদ ডেস্ক: খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে দুর্বৃত্ত্বের গুলিতে দুইজন নিহত হয়েছেন। নিহতরা মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে আদালতের সামনে খান এ সবুর রোডে এ ঘটনা ঘটে।
খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, আদালতে হাজিরা শেষে দুই ব্যক্তি বাইরে বের হলে আগে থেকেই অপেক্ষমাণ দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আদালতে হাজিরা দিয়ে দুইজন মোটরসাইকেলযোগে বের হচ্ছিলেন। এসময়ে দুর্বৃত্ত্বরা মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ দু’জনের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গেছেন। অন্যজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় পর্যন্ত নিহত ব্যক্তি ও আহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এ ঘটনার পর আদালত অঙ্গনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও যৌথ বাহিনী পর্যবেক্ষন করছেন।


