অনলাইন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ চিঠিটি পোস্ট করা হয়।
খালেদা জিয়ার উদ্দেশে পাঠানো চিঠিতে শাহবাজ শরিফ বলেন, আপনার সাম্প্রতিক অসুস্থতার কথা জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। পাকিস্তানের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনার দ্রুত ও সম্পূর্ণ আরোগ্যের জন্য আন্তরিক প্রার্থনা এবং শুভকামনা জানাই।
শাহবাজ শরিফ আরও বলেন, বাংলাদেশের উন্নয়নে আপনার অসামান্য অবদান সর্বজনস্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ বন্ধনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনার ভূমিকার প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে আপনার দ্রুত ও সম্পূর্ণ আরোগ্যের জন্য প্রার্থনা করছি, যাতে আপনি আপনার দল এবং আপনার মহান জাতির জন্য শক্তি ও নির্দেশনার উৎস হিসেবে কাজ করে যেতে পারেন। অনুগ্রহ করে, আমার সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা গ্রহণ করুন।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং কিডনি, লিভার, ফুসফুস ও চোখের বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়।
শনিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘গত তিন দিন (২৭, ২৮ ও ২৯ নভেম্বর) আলহামদুলিল্লাহ উনার অবস্থা একই পর্যায়ে আছে। এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, শি ইজ ম্যানটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। কাজেই এই চিকিৎসা যাতে উনি গ্রহণ করে সুস্থ হয়ে যেতে পারেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন এটাই আমাদের আহ্বান।’


