রায়পুরায় এনা বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

Posted on November 29, 2025

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে এনা পরিবহনের যাত্রীবাহী বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মোজাম্মেল নামে এক চালক নিহত হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে মাহমুদাবাদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত অ্যাম্বুলেন্স চালকের বাড়ি সিলেটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেপরোয়া গতিতে চলা এনা পরিবহনের বাসটি মাহমুদাবাদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্স চালক মোজাম্মেল গুরতর আহত হন। দ্রত তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।