December 5, 2025 - 1:23 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর ঢাকা

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর ঢাকা

spot_img

অনলাইন ডেস্ক: জনসংখ্যার বিচারে বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর রাজধানী ঢাকা। এই শহরে ৩৬ দশমিক ৬ মিলিয়ন (৩ কোটি ৬৬ লাখ) মানুষ বসবাস করছে। জনসংখ্যা বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম শহরে পরিণত হবে ঢাকা।

বিশ্বের বৃহত্তম শহরের তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার জনসংখ্যা ৪১ দশমিক ৯ মিলিয়ন (৪ কোটি ১৯ লাখ)।

জাতিসংঘের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্সের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানায়।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বড় শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা। একইসঙ্গে ২০৫০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম নগরীতে পরিণত হওয়ার পথে রয়েছে ঢাকা।

জাতিসংঘের নতুন ওই প্রতিবেদনে বলা হয়েছে, জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় শহর জাকার্তায় বসবাস করেন ৪ কোটি ১৯ লাখ মানুষ। এরপরেই রয়েছে বাংলাদেশ রাজধানী ঢাকা। এখানে বসবাস করেন ৩ কোটি ৬৬ লাখ মানুষ।

আল জাজিরা বলছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার ঘনবসতিপূর্ণ জাভা দ্বীপের পশ্চিমাংশে অবস্থিত নিন্মাঞ্চলীয় উপকূলীয় শহর জাকার্তা আগের দ্বিতীয় স্থান থেকে উঠে টোকিওকে ছাড়িয়ে এক নম্বরে এসেছে। ২০০০ সালের জাতিসংঘের আগের মূল্যায়নে বিশ্বের বৃহত্তম শহর ছিল জাপানের রাজধানী টোকিও।

টোকিওর জনসংখ্যা তুলনামূলকভাবে স্থিতিশীল। শহরটিতে ৩ কোটি ৩৪ লাখ লোক বাস করেন এবং এই কারণে শহরটি পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে। আর নবম স্থান থেকে লাফিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঘনবসতিপূর্ণ ঢাকা। জাতিসংঘের হিসাবে ২০৫০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় শহর হয়ে ওঠার পথে রয়েছে ঢাকা।

জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স প্রকাশিত ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫ প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১০ মিলিয়নের বা ১ কোটির বেশি জনসংখ্যার শহরকে ‘মেগাসিটি’ বলা হয় এবং এই ধরনের শহরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩টিতে। ১৯৭৫ সালে এই সংখ্যা ছিল মাত্র ৮।

অঅর বিশ্বের ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টিই এশিয়ায় এবং শীর্ষ ১০-এর ৯টিই এশিয়ার শহর। জাকার্তা, ঢাকা ও টোকিও ছাড়াও শীর্ষ তালিকায় রয়েছে— ভারতের নয়াদিল্লি (৩ কোটি ২০ লাখ), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ), চীনের গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ফিলিপাইনের ম্যানিলা (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ), দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ)।

অন্যদিকে এশিয়ার বাইরে শীর্ষ ১০-এ থাকা একমাত্র শহর হলো মিসরের কায়রো। শহরটির জনসংখ্যা ৩ কোটি ২০ লাখ। এছাড়া ব্রাজিলের সাও পাওলো ১ কোটি ৮৯ লাখ মানুষ নিয়ে আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় শহরে পরিণত হয়েছে। নাইজেরিয়ার লাগোসও দ্রুত বেড়ে সাব-সাহারান আফ্রিকার বৃহত্তম শহরে পরিণত হয়েছে।

ঢাকার দ্রুত জনসংখ্যা বৃদ্ধির পেছনে গ্রামাঞ্চল থেকে ব্যাপক হারে মানুষের শহরমুখী হওয়া অন্যতম কারণ। অনেকে ভালো সুযোগের খোঁজে শহরে আসছেন, আবার অনেকেই জলবায়ু পরিবর্তনজনিত বন্যা ও লবণাক্ততার মতো সমস্যায় গ্রাম ছাড়ছেন।

জাকার্তাও একইভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার ধাক্কায় টিকে থাকার চ্যালেঞ্জের মুখে রয়েছে। ধারণা করা হয়, ২০৫০ সালের মধ্যে শহরটির এক-চতুর্থাংশ পানির নিচে তলিয়ে যেতে পারে।

এ সংকট মোকাবিলায় ইন্দোনেশিয়া সরকার নতুন রাজধানী নির্মাণ করছে। বোর্নিও দ্বীপের পূর্ব কালিমান্তানে ‘নুসান্তারা’ নামে নতুন প্রশাসনিক শহর গড়ে তোলা হচ্ছে। তবে সরকারি কার্যালয় সেখানে গেলেও জাতিসংঘের ধারণা, ২০৫০ সাল নাগাদ জাকার্তায় আরও ১০ মিলিয়ন বা এক কোটি মানুষ যুক্ত হবে।

আরও পড়ুন:

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকারে মিললো ৮৩২ ভরি স্বর্ণ

৫ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা পাওয়া যাবে: ইসি সচিব

কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই...

রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক নাম, যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, আন্দোলন ও সংগ্রামের প্রতীক...

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত...

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন...

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

কর্পোরেট ডেস্ক: ২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্...

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে...