বিনোদন ডেস্ক: বিয়ে করলেন জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। সোমবার (২৪ নভেম্বর) পারিবারিক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে—বিষয়টি নিশ্চিত করেছেন পূজা নিজেই। পূজার স্বামী নাম শুভংকর সেন, পেশায় মডেল ও চাকরিজীবী।
পূজা জানান, গত এক বছর ধরে পরিচয় আর বন্ধুত্বের মধ্য দিয়ে এগিয়েছে তাদের সম্পর্ক। পরে দুই পরিবারকে বিষয়টি জানালে সম্মতিতেই বিয়ের দিন ঠিক হয়।
জীবনের নতুন অধ্যায়ে সবার কাছে দোয়া চেয়েছেন এই সংগীতশিল্পী। এর আগেও ২০১৭ সালে মডেল অর্ণব দাস অন্তুর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাঁধন সরকার পূজা।
বাঁধন সরকার পূজা দীর্ঘদিন ধরে শ্রোতাদের কাছে জনপ্রিয়। তার গাওয়া বহু গান কোটি ভিউ ছাড়িয়েছে। এই তালিকায় রয়েছে—‘তুমি দূরে দূরে আর থেকো না’, ‘সাত জনম’, ‘এত কাছে’, ‘চুপি চুপি’, ‘একমাত্র তুমি’, ‘তোমার আমার ভালোবাসা’, ‘তুমি ছাড়া’, ‘কেন বারে বারে’, ‘মানে না মন’ ও ‘মিউজিক তোমায় ছেড়ে’সহ আরও গান।
আরও পড়ুন:


