বিনোদন ডেস্ক: বলিউড তারকা সালমান খানের বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই আনমোল বিষ্ণোইকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) ভারতে প্রত্যার্পণের পরপরই দিল্লি বিমানবন্দর থেকে তাকে আটক করে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।
জানা গেছে, আনমোল অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন।
গ্রেপ্তারের পর আনমোলকে দিল্লির পাতিয়ালা হাউস আদালতে তোলা হয়, যেখানে সংস্থা ১৫ দিনের রিমান্ড চায়। আদালত ১১ দিনের হেফাজতে (রিমান্ড) পাঠানোর নির্দেশ দেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক এই গ্যাংস্টারকে ধরতে আন্তর্জাতিক পর্যায়ে তৎপর ছিল পুলিশ।
এনডিটিভি থেকে জানা যায়, ‘ভানু প্রতাপ’ নামের একটি ভুয়া পাসপোর্ট ব্যবহার করে যুক্তরাষ্ট্র যাচ্ছিলেন তিনি। তাকে যুক্তরাষ্ট্র থেকে মঙ্গলবার (১৮ নভেম্বর) ভারতে ফেরত পাঠানো হয় এবং তিনি বুধবার (১৯ নভেম্বর) দুপুরে দিল্লিতে পৌঁছান। এনডিটিভির হাতে পাওয়া পাসপোর্টের কপিতে দেখা যায়, এটি ২০২১ সালে তৈরি করা হয়েছিল। তাতে জন্মতারিখ উল্লেখ করা ছিল ১৫ ডিসেম্বর ২০০০, আর বাবা-মায়ের নাম লেখা ছিল রাকেশ ও সুমিত্রা দেবী। ঠিকানা হিসেবে যুক্ত ছিল ফরিদাবাদের সেক্টর ৮২।
জানা যায়, ২০২৪ সালের নভেম্বর মাসে ক্যালিফোর্নিয়ার সাক্রামেন্টোতে অবৈধ নথি নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের দায়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর কয়েক দিন আগে মহারাষ্ট্রের একটি আদালত আনমোলের বিরুদ্ধে নন-বেইলেবল ওয়ারেন্ট জারি করে এবং ইন্টারপোলে রেড কর্নার নোটিশ প্রকাশ করে। আইনি প্রক্রিয়া শেষে গতকাল বুধবার তাকে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনা হয়। আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে ভারতের বিভিন্ন থানায় অন্তত ৩১টি মামলা রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো- জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ড এবং সম্প্রতি মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী-রাজনীতিবিদ বাবা সিদ্দিকিকে খুন ও ২০২৪ সালে সালমান খানের বাড়ির সামনে গুলি চলার ঘটনা। এসব হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
বড় ভাই লরেন্স বিষ্ণোই কারাগারে যাওয়ার পর গ্যাংয়ের হাল ধরেন আনমোল। ২০২২ সালে ভুয়া পাসপোর্টে নেপাল হয়ে প্রথমে দুবাই এবং পরে কেনিয়া ও যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখান থেকেই গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন:
চলচ্চিত্র নির্মাণে অনুদানের নীতিমালায় সংশোধন আনা হবে: তথ্য উপদেষ্টা


