দাদাগিরি বন্ধ করে ভারতকে বন্ধুসুলভ আচরণের আহ্বান মির্জা ফখরুলের

Posted on November 15, 2025

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের ওপর দাদাগিরি না করে বন্ধুসুলভ ও সহযোগিতামূলক আচরণ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সমতার সম্পর্ক থাকবে; দাদাগিরির সুযোগ নেই। প্রত্যেক দেশ তার নিজের স্বার্থ দেখবে- এটাই স্বাভাবিক। তবে, নির্বাচিত সরকার না থাকলে দাবি আদায় সম্ভব হয় না। বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টনকে গুরুত্ব দেবে।

শনিবার (১৫ নভেম্বর) চাপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর রাবার ড্যাম প্রকল্প এলাকা ঘুরে দেখে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা বিগত দিনে দেখেছি, তৎকালীন মন্ত্রী-এমপিরা ভারতে গিয়ে দেন দরবার করেছে। কিন্তু দেশের জন্য কেউ ভাবেনি। যে সরকারই আসুক, দেশের জন্য কাজ করতে হবে। দেশের স্বার্থ সবার আগে দেখতে হবে।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আমাদের প্রতিবেশী দেশ ইচ্ছে করলেই আমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারে। আমি মনে করি, যুদ্ধের সময় তারা আমাদের সহযোগিতা করেছে, সে হিসেবে আরও বেশি করে বাংলাদেশকে সহযোগিতা করা দরকার। এ সময় বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে ভারতের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, ‘আমাদের কমিটমেন্টে আমরা কমিটেট। এটা আমাদের রাজনীতি। এখানকার পানির হিস্যা, সীমান্তে হত্যা, আমাদের ব্যালেন্স অব চেইন ঠিক করা এগুলায় আমরা বেশি গুরুত্ব দিতে চাই। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। তবে আমাদের ওপর ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে। এটা আমরা চাই।’

তিনি জানান, বিএনপি সরকার গঠন করতে পারলে পানির অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করা হবে। নির্বাচিত সরকার থাকলে জনগণের সমর্থন নিয়ে জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে যে কোনো দাবি আদায় সহজ হয় বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, পদ্মার পানি আটকে দিয়ে মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। পদ্মা ও তিস্তার পানি বণ্টনই মূল সমস্যা। নির্বাচিত সরকার ছাড়া এসব ইস্যুর সমাধান কঠিন হবে। বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ও তিস্তার পানি বণ্টন এবং ফারাক্কা ইস্যুকে অগ্রাধিকার দেওয়া হবে।