আ.লীগের হরতালের প্রতিবাদে মহিপুর থানা মহিলা দলের বিক্ষোভ ও কর্মীসভা অনুষ্ঠিত

Posted on November 13, 2025

পটুয়াখালী প্রতিনিধি: আওয়ামী লীগের ডাকা হরতালের প্রতিবাদে পটুয়াখালীর মহিপুর থানা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে কুয়াকাটা পর্যটন হলিডে হোমস অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে আওয়ামী লীগের “তথাকথিত ফ্যাসিস্ট সরকারের” হরতালের নামে অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে মহিপুর থানা মহিলা দল একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কুয়াকাটা পর্যটন নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পর্যটন হলিডে হোমের সামনে এসে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি ও মহিপুর থানা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক হেলেন কেলার বিউটি। সভা পরিচালনা করেন মহিপুর থানা মহিলা দলের নেত্রী মোসাঃ নাজমুন নাহার।

সভায় বক্তৃতা দেন মহিপুর থানা মহিলা দলের নেত্রী মোসাঃ শিরিন আক্তার, লতাচাপলী ইউনিয়ন মহিলা দলের মোসাঃ অহিদা বেগম, ফেরদৌসী ইরানি, মোসাঃ শ্যামলী বেগম, আদিবাসী রাখাইন সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী মাতেন ও উজানে, মহিপুর ইউনিয়ন মহিলা দলের মোসাঃ খাদিজা বেগম, ডালবুগঞ্জ ইউনিয়ন মহিলা দলের রহিমা আক্তার রানী, কোহিনুর বেগম, মমতাজ বেগম এবং ধুলাসার ইউনিয়ন মহিলা দলের মমতাজ বেগম প্রমুখ।

বক্তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার বিকল্প নেই। একই সঙ্গে মহিপুর থানা মহিলা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

সভায় স্থানীয় বিএনপি ও মহিলা দলের বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।