![]() |

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান ভূমদক্ষিণ স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কলেজ শাখায় একাদশ শ্রেণীতে প্রথমবারের মতো ভর্তি শিক্ষার্থীদের নবীনবরণ ও প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে অভিভাবক সমাবেশ ও সকাল ১০ টার দিকে নবীনবরণ অনুষ্ঠান ভূমদক্ষিণ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ নুষ্ঠিত হয়।
অভিভাবক সমাবেশে ড.মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ওষুধ শিল্পের সহায়ক প্রতিষ্ঠান “দি প্লাস্টিসিটি কোম্পানি”র ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ উদ্যোক্তা আলহাজ্ব মোঃ মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় পূর্ণতা পায়। সন্তানদের সঠিক পথে রাখতে অভিভাবকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ—কারণ ঘর থেকেই তারা ন্যায়, পরিশ্রম ও শৃঙ্খলার শিক্ষা নেয়।” তিনি আরও বলেন, “তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের শুধু জ্ঞান নয়, নৈতিকতা, সময় ব্যবস্থাপনা ও মানবিক মূল্যবোধেও গড়ে তুলতে হবে। সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য সুন্দর স্বপ্ন দেখাতে হবে । যে স্বপ্ন বাস্তবায়নের সে আগ্রহী হবে। সন্তান যেন মোবাইল বা নেশায় আসক্ত না হয়, সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে।” বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার মান দেখে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, “এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে।”
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম আব্দুল হান্নান।
স্বাগত বক্তব্য রাখেন ভূমদক্ষিণ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিক। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন - মোঃ নাজিমুদ্দিন, মোঃ আব্দুল ওহাব, মোঃ আহাদনুর ও নুসরাতের আম্মু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— নয়াপাড়া মডেল একাডেমীর পরিচালক মোঃ সারোয়ার হোসেন, ভূমদক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম মোল্লা, স্থানীয় মোঃ জালাল উদ্দিন , আঠালিয়া গ্রামের মোঃ জিল্লুর রহমান খান, ধল্লা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য মোঃ সানোয়ার হোসেন খান, ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম স্বপন, মোঃ এরশাদ হোসেন, মোঃ ইসরাফিল হোসেন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়, আর অভিভাবকদের অংশগ্রহণে দিনটি পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ভূমদক্ষিণ স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত https://corporatesangbad.com/526764/ |