![]() |

নিজস্ব প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের একান্ত সচিব (যুগ্ম সচিব) কামরুজ্জামান বলেছেন, “দক্ষ জনশক্তির বিকল্প কিছু নেই। দক্ষ জনশক্তি তৈরি করে প্রবাসীদের কল্যাণ নিশ্চিতের মধ্য দিয়েই আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি।”
তিনি আরও বলেন, “বিদেশগামী কর্মীদের জন্য কনটাক্ট ফর্ম ইংরেজির পরিবর্তে বাংলায় করার বিষয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করব।”
শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলা হলরুমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রকল্প ব্যবস্থাপনা কমিটি ও সিংগাইর উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০ জন প্রবাসী কর্মীর সচেতনতা প্রশিক্ষণ শেষে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুগ্ম সচিব কামরুজ্জামান। প্রকল্পের উপসচিব মো. ইমরান আহমেদ সেমিনারটি পরিচালনা করেন।
এ সময় বক্তব্য রাখেন প্রকল্পের সহকারী সচিব মো. শফিউদ্দিন, সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ছাবেদ, সিংগাইর সরকারি কলেজের প্রভাষক বাবু বেনী মাধব, প্রশিক্ষণার্থী খলিলুর রহমান, আ. মালেক, আনোয়ার রহমান ও কেয়া আক্তার প্রমুখ।
সেমিনারে প্রশিক্ষণার্থীরা বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় প্রস্তুতি, দক্ষতা অর্জন ও প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| দক্ষ জনশক্তির বিকল্প কিছু নেই: সিংগাইরে যুগ্ম সচিব কামরুজ্জামান https://corporatesangbad.com/526337/ |