![]() |

কর্পোরেট সংবাদ ডেস্ক: আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, আমরা একটা রায় পাবো। যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের একটা ব্যাথার উপশম হবেন, তারা যে কষ্টের মধ্যেই ছিলেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।
মাহফুজ আলম বলেন, আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম, বিচারের কাজ শুরু করব- সেটা শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে এবং একটা রায় হবে। এতে জুলাই শহীদদের পরিবারের কিছুটা হলেও ব্যথা লাঘব হবে।
তিনি বলেন, এর সাথে সাথে অনেকের বিচারের কার্যক্রম চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যারা যারা আমাদের ছাত্র-জনতাকে হত্যা করছে, গুম-খুন করেছে সবার বিচার হবে।
সংস্কার প্রাঙ্গণে মাহফুজ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অনেকদূর অগ্রসর হয়েছে। জুলাই সনদের আমরা সাক্ষর করছি। এটা বাংলাদেশের জন্য অনেক প্রাপ্তি। বাংলাদেশ নতুন পর্বে রওনা হল।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে উৎখাত করে নতুন সরকার নিয়ে আসলাম। এখন যেটা হচ্ছে জুলাই সনদ এবং এ সরকার কার্যক্রম পুনরাবৃত্তির মাধ্যমে পরবর্তীতে নির্বাচিত যে সরকার আসবে তারা যেনো কাজগুলো করতে পারে। তাহলে আমরা সকলে যে বাংলাদেশ চেয়েছিলাম, সেরকম একটা বাংলাদেশ হবে। যেখানে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে। বিচারে আইনের শাসন থাকবে, সুবিচার থাকবে। গুম খুন আর ফেরত আসবে না।
আরও পড়ুন:
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না
জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট, অধ্যাদেশ জারি
নির্বাচনকে কেন্দ্র করে প্রশিক্ষণ নিচ্ছে ৭ লাখ ৬৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| আগামী সাপ্তাহে শেখ হাসিনার বিচার হবে: উপদেষ্টা মাহফুজ https://corporatesangbad.com/525967/ |