আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি প্রদান

Posted on November 2, 2025

কর্পোরেট ডেস্ক: পেশাগত কর্মদক্ষতা, নিষ্ঠা ও প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার নিরলস প্রয়াসের স্বীকৃতি হিসেবে নভেম্বর মাসে আইএফআইসি ব্যাংক পিএলসি-এর বিভিন্ন পদে কর্মরত ৭৪ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা হয়েছে। এর মাধ্যমে পেশাগত উৎকর্ষের ধারাবাহিক অর্জন ও উন্নতির প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চলতি বছরেই আইএফআইসি ব্যাংক পিএলসি-এর বিভিন্ন পদে মোট পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার সংখ্যা বৃদ্ধি পেয়ে ৯৮৭ তে উন্নীত হলো।

রবিবার (২ নভম্বর) রাজধানীর আইএফআইসি টাওয়ার-এ “Celebrating Career Progression” শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যগণের উপস্থিতে ২৫ জন কর্মকর্তার হাতে সরাসরি পদোন্নতির পত্র হস্তান্তর করা হয় এবং ব্যাংকের বিভিন্ন শাখা ও উপশাখায় কর্মরত আরও ৪৯ জন কর্মকর্তার কাছে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে পদোন্নতি পত্র প্রদান করা হয়।