November 24, 2024 - 4:58 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়ইসি'র অনুমতি ছাড়া কোনো কর্মকর্তাদের বদলি-নিয়োগ নয়: ইসি সচিব

ইসি’র অনুমতি ছাড়া কোনো কর্মকর্তাদের বদলি-নিয়োগ নয়: ইসি সচিব

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি ছাড়া সরকারি কোনো কর্মকর্তাকে বদলি বা নিয়োগ করা যাবে না বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, তফসিল ঘোষণার পর আজ থেকে বদলি ও নিয়োগের ক্ষেত্রে আগে থেকে ইসির অনুমতি নিতে হবে। আরপিওতে সুস্পষ্ট বলা আছে নির্বাচনকালীন সময়ে সরকারের কোন কোন বিষয়গুলো পূর্ব অনুমোদন করতে হবে। সেখানে বলা আছে- জেলা প্রশাসক, ডিএমপি কমিশনার ও তাদের অধস্তন কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে ইসির পূর্ব অনুমোদন গ্রহণ করতে হবে।

সংবিধানের ১২৬ অনুচ্ছেদ এবং আরপিও -এর ৫ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচনের কাজে সহায়তা দেওয়া নির্বাহী বিভাগের কর্তব্য। কোনও কর্মকর্তা দায়িত্ব পাওয়ার পরে তাকে অব্যাহতি না দেওয়া পর্যন্ত চাকরির অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি ইসির অধীনে প্রেষণে আছেন বলে গণ্য হবে।

এছাড়া আরপিও -এর ৪৪ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচনের সময়সূচি জারি হওয়ার পর থেকে ফল ঘোষণার পর ১৫ দিন পর্যন্ত ইসির অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারীকে অন্যত্র বদলি না করার বিধান রয়েছে।

মো. জাহাংগীর আলম জানান, প্রতীক বরাদ্দের পর থেকে ব্যালট পেপার ছাপানো হবে। আর নির্বাচনের তিন-চারদিন আগে জেলা পর্যায়ে ব্যালট পেপার পৌঁছে যাবে। তবে ভোটের মাঠে ব্যালট পেপার কখন যাবে এ বিষয়টি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান ইসি সচিব।

সচিব আরো বলেন, প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পর থেকে ২১ দিন নির্বাচনী প্রচার-প্রচারণার জন্য সময় দেওয়া হয়ে থাকে। ভোট গ্রহণ শুরুর আগের ৪৮ ঘন্টা কোন প্রার্থী নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারে না।

এক প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী কেউ কোন লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে নির্ধারিত সময়ের সীমা পার হওয়ার আগে নির্বাচনে প্রার্থী হতে পারেন না।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকারের কোন জনপ্রতিনিধি কার কাছে পদত্যাগ পত্র জমা দেবে তা সংশ্লিষ্ট আইনে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আর প্রতীক বরাদ্দের পর ব্যালট পেপার ছাপানো হয়ে থাকে।

এ সময় নির্বাচনী বিধি মোতাবেক মন্ত্রী-এমপিরা আগের মতো কাজ করতে পারবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে, ইসি সচিব স্পষ্টভাবে কোনো জবাব দেননি।

এর আগে, বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত।

আরও পড়ুন:

জাতির উদ্দেশে দেয়া প্রধান নির্বাচন কমিশনারের পূর্ণ ভাষণ

জাতিসংঘে সর্বসম্মতিতে রোহিঙ্গা বিষয়ক প্রস্তাব গৃহীত

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

শাহ্জালাল ইসলামী ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৬৭তম সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৬৭তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন...

১০ মাসে ইউরোপে পোশাক রপ্তানি কমেছে ২.০৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের জানুয়ারি-অক্টোবর সময়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি ২.০৬ শতাংশ কমেছে। ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক। ইউরোস্ট্যাটের...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

কর্পোরেট ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

চট্টগ্রামের রাউজানে ইসলামী ব্যাংকের পথেরহাট শাখা উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: শরী‘আহ ভিত্তিক আধুনিক ব্যাংকিংয়ের সকল সুবিধা নিয়ে চট্টগ্রামের রাউজানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৩৯৭তম শাখা হিসেবে পথেরহাট শাখা রবিবার (২৪ নভেম্বর) উদ্বোধন...

১৪৪ ধারার উপেক্ষা করে ইমরান সমর্থকদের বিক্ষোভের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক : কারাবন্দি অবস্থাতেই বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খান। পরিস্থিতি বেগতিক দেখে রাজধানী ইসলামাবাদে...

এমজি ও প্রোটন গাড়ির সব সেবা এখন র‍্যাংগস ওয়ার্কশপে

কর্পোরেট ডেস্ক: অটোমোবাইল ব্র্যান্ড এমজি ও প্রোটন বাংলাদেশের অথোরাইজড সার্ভিস সেন্টার এখন র‍্যাংগস ওয়ার্কশপ লিমিটেডে স্থানান্তরিত হয়েছে। গ্রাহকেরা এখন র‍্যাংগস ওয়ার্কশপ লিমিটেডে এমজি ও...

সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার তাই করব : সিইসি

নিজস্ব প্রতিবেদক : নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম মো. নাসির উদ্দীন বলেছেন, আমাদের নিয়ত সহি। জাতিকে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও...

ডিএসইতে সূচকের পতনে কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৪ নভেম্বর) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন কিছুটা কমেছে। কমেছে...