ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ও আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের গোয়াতলা শসার বাজার এলাকায় ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-তারাকান্দা উপজেলার গোয়াতলা পশ্চিমপাড়া এলাকার আমজত হোসেনের ছেলে সামছুল আলম তোফায়েল (৩৫) ও একই উপজেলার কাকনী ইউনিয়নের হাটপাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে শাহজাহান মিয়া (৪৫)।
তারাকান্দা থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা ফুলপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সামছুল আলম তোফায়েল ও মোটরসাইকেল আরোহী শাজাহান নিহত হন। তাৎক্ষণিক ফুলপুর থানার পুলিশ ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসটি আটক করে জব্দ করলেও বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ টিপু সুলতান বলেন, নিহত দু’জনের মরদেহ তারাকান্দা থানায় রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


