জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন তাকাইচি

Posted on October 21, 2025

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের রাজনীতিতে নতুন ইতিহাস রচনা করলেন সানা তাকাইচি। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ও উচ্চকক্ষে অনুষ্ঠিত ভোটে জয়ী হয়ে তিনি জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তাকাইচি হলেন জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী এবং গত পাঁচ বছরে চতুর্থ প্রধানমন্ত্রী।

১৯৬১ সালে নারা প্রিফেকচারে জন্মগ্রহণ করা তাকাইচি একজন সাবেক হেভি মেটাল ড্রামার হিসেবে একসময় আলোচনায় ছিলেন। রাজনীতিতে আসেন ১৯৯০-এর দশকে, এবং ১৯৯৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) অন্যতম প্রভাবশালী কণ্ঠস্বর।

তাকে জাপানের “আয়রন লেডি” বলা হয়। তিনি সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ সহযোগী ও রাজনৈতিক উত্তরসূরি হিসেবে পরিচিত। তার নেতৃত্বে এলডিপি আরও রক্ষণশীল নীতিতে ঝুঁকবে বলে ধারণা করা হচ্ছে। তাকাইচির ক্ষমতায় আসা এমন এক সময়ে ঘটছে, যখন এলডিপি বিভিন্ন কেলেঙ্কারি ও জনগণের আস্থাহীনতায় জর্জরিত।

পার্লামেন্টের নিম্নকক্ষে তাকাইচি পেয়েছেন ২৩৭ ভোট, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৩৩ ভোটের চেয়ে বেশি। পরবর্তীতে উচ্চকক্ষে তিনি ১২৫ ভোট পেয়ে জয়ী হন, যা তাকে নিশ্চিতভাবে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী করে তুলেছে।

জাপানে যেখানে সংসদের পাঁচজনের মধ্যে একজনেরও কম নারী সদস্য, সেখানে একজন নারীর প্রধানমন্ত্রী হওয়া নিঃসন্দেহে ঐতিহাসিক ঘটনা। তবে তার নেতৃত্ব নিয়েও রয়েছে সমালোচনা। বিবিসিকে এক তরুণী বলেন, ‘তার রাজনৈতিক বিশ্বাসগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি বরং পিতৃতান্ত্রিক কাঠামোকেই টিকিয়ে রাখেন।’

এদিকে তাকাইচি নিজেকে যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উপস্থাপন করেছেন। তিনি জানিয়েছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করা বিনিয়োগ চুক্তিকে তিনি সম্মান জানাবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকাইচির প্রশংসা করে তাকে “অত্যন্ত প্রজ্ঞাবান ও দৃঢ়চেতা নেতা” বলে অভিহিত করেছেন। তাকাইচিও জবাবে বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটকে “আরও শক্তিশালী ও সমৃদ্ধ” করতে এবং তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।

পার্লামেন্টে ভোটে নির্বাচিত হওয়ার পর তাকাইচির নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। মন্ত্রিপরিষদ সদস্যরা এরপর রাজকীয় প্রাসাদে আনুষ্ঠানিক স্বীকৃতি অনুষ্ঠানে অংশ নেবেন এবং প্রথম মন্ত্রিসভা বৈঠক করবেন। সূত্র-রয়টার্স ও বিবিসি।