January 10, 2026 - 12:47 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাসিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

spot_img

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস এবং নাগরিক টিভি।

লেগ স্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিং নৈপুন্যে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। স্পিন বান্ধব উইকেটে ওয়ানডেতে বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে ৩৫ রানে ৬ উইকেট নেন তিনি। এছাড়া ওয়ানডেতে বাংলাদেশের হয়ে তৃতীয় সেরা বোলিং ফিগারের নজির গড়েন রিশাদ।

এই তালিকায় সেরা বোলিংয়ে রেকর্ড যৌথভাবে দখলে রেখেছেন দুই পেসার মাশরাফি বিন মর্তুজা ও রুবেল হোসেন। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে মাশরাফি (১০ ওভার) ও ২০১৩ সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন রুবেল (৫.৫ ওভার)। তবে বাংলাদেশের স্পিনারদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ড দখলে নিয়েছেন রিশাদ।

প্রথম ম্যাচে রিশাদের দুর্দান্ত বোলিং পারফরমেন্স অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মুশতাক বলেন, ‘কোচিং দৃষ্টিকোণ থেকে আমার কথা হলো প্রক্রিয়া ধরে রাখা। এমন উইকেট সুবিধা দেবে, কিন্তু প্রক্রিয়া ধরে রাখতে হবে। রিশাদ ধারাবাহিকভাবে লাইন ও লেংথে বজায় রেখে বল করেছে।’

তিনি আরও বলেন, ‘একটি ভাল বল করেই উইকেট নেওয়া যায় না। একটি ভাল ওভার করে উইকেট নেওয়া যায়। টার্নিং উইকেটে মেডেন এবং ভাল ওভার করতে হবে। তাহলেই উইকেট আসবে।’

প্রথম ম্যাচে স্পিন বান্ধব উইকেটে খেলতে হিমশিম খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাই দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সিরিজ জয়ের সম্ভাবনা বেশি। কিন্তু বাংলাদেশ খেলোয়াড়দের সর্তক থাকার পরামর্শ দিয়েছেন মুশতাক।

তিনি বলেন, ‘প্রক্রিয়া এবং বিশ্বাসের উপর খেলোয়াড়দের মনোযোগ দিতে হবে। টার্নিং উইকেটে ওয়েস্ট ইন্ডিজ সুবিধা করতে পারেনি। তাই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোন সুযোগ নেই। আমাদের শান্ত ও সতর্ক থাকতে হবে।’

পরিসংখ্যান বলছে, ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ। ৪৮ ম্যাচের মধ্যে মাত্র ২২টিতে জিতেছে টাইগাররা। হেরেছে ২৪টিতে। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়।

প্রথম ম্যাচের পর হঠাৎ করেই দলে স্পিন শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদকে দলে যুক্ত করেছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজকে স্পিন দিয়েই ঘায়েল করার পরিকল্পনা বাংলাদেশের। পেসার তাসকিন আহমেদের জায়গায় দ্বিতীয় ওয়ানডেতে একাদশে সুযোগ পেতে পারেন নাসুম।

একাদশে পরিবর্তন আনতে পারে ওয়েস্ট ইন্ডিজও। স্পিন বান্ধব উইকেটের কারণে একাদশে সুযোগ পেতে পারেন বাঁ-হাতি স্পিনার আকিল হোসেন।

বাংলাদেশ ওয়ানডে দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক) , তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ দল : শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রান্ডন কিং, গুদাকেশ মোতি, খারি পাইরি, শেরফেন রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ভালুকায় দিপু দাস হত্যা: লাশ পোড়ানোয় নেতৃত্ব দেওয়া ইয়াছিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ড ও লাশ পোড়ানোর ঘটনায় সরাসরি নেতৃত্ব দেওয়া ইয়াছিন আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার...

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমাল সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিতে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি...

নির্বাচন কমিশনে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল স্থাপন

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল স্থাপন করা হয়েছে। সমন্বয় সেলে যোগাযোগের টেলিফোন...

জমি ক্রয় করবে সিটি ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে,...

সিরাজগঞ্জে কলেজছাত্র হত্যা মামলার প্রধান পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদ হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান পলাতক আসামি মো. সাকিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। র‌্যাব জানায়, গত ২৮...

নোয়াখালীতে ১৭ মাস পর তোলা হলো ইমতিয়াজের লাশ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে ইমতিয়াজ হোসেন (২২) নামে এক তরুণের লাশ (হাড়গোড়) সতের মাস পর কবর থেকে তোলা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুর দেড়টার...

এবার আগের মতো পাতানো নির্বাচন হবে না: সিইসি

নিজস্ব প্রতিবেদক : আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি...

সারাদেশে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ

অর্থ-বাণিজ্য ডেস্ক: সারাদেশে আজ বৃহস্পতিবার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডারের বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি। দাবি আদায় না...