December 5, 2025 - 12:44 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাআর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন মরক্কো

আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন মরক্কো

spot_img

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনাকে কাঁদিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতে ইতিহাস গড়ল আফ্রিকার দেশ মরক্কো। চিলির সান্তিয়াগোতে রবিবার (১৯ অক্টোবর) রাতে মরক্কোর কাছে ফাইনালে ২-০ গোলে হেরে যায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ইতিহাসে সফলতম দল আর্জেন্টিনা। ঘানার পর এই প্রথম আফ্রিকার কোনও দেশ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতল।

মরক্কোর জয়ের নায়ক ফরোয়ার্ড ইয়াসির জাবিরি, যিনি একাই করলেন দুটি গোল। কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে চমকে দিয়েছিল মরক্কো। মরক্কো এমন গ্রুপ থেকে উঠে এসেছে যেখানে ছিল স্পেন, মেক্সিকো, ব্রাজিলের মতো দেশ। ব্রাজিল গ্রুপ পর্বই পেরোতে পারেনি। স্পেন এবং ব্রাজিলকে হারিয়েছে মরক্কো। এর পর দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ফ্রান্সের মতো দেশকে হারিয়ে ফাইনালে উঠেছিল। হারাল আর্জেন্টিনাকেও। শুধু তাই নয়, ট্রফি নিয়ে মেসিকে নকল করেই উৎসব করেছে তারা।

গোটা ম্যাচেই মরক্কোর দৃষ্টিনন্দন ফুটবল নজর কেড়ে নিয়েছে। নিখুঁত ফাইনাল খেলেছে তারা। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। ১৫ মিনিটে গোল করেন ইয়াসির জ়াবিরি। সরাসরি ফ্রিকিক থেকে গোল করেন। আর্জেন্টিনার গোলকিপারকে নড়ার সুযোগও দেননি। ২৮ মিনিটে আবার একটি দুর্দান্ত গোল করেন তিনি। এ বার ভলি থেকে।

আর্জেন্টিনাও হাল ছাড়েনি। পাল্টা লড়াই করে বেশ কয়েক বার মরক্কোর বক্সে ঢুকে পড়েছিল তারা। কিন্তু মরক্কোর শক্তিশালী রক্ষণ আর্জেন্টিনার সব আক্রমণ রুখে দেয়। মরক্কোর গোলকিপার গোমিস নজর কেড়ে নেন। মরক্কোর খেলা দেখতে কাসাব্লাঙ্কা, ওয়াশিংটন, ব্রাসিলিয়া থেকে সমর্থকেরা এসেছিলেন। ম্যাচের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা।

আর্জেন্টিনার হারের পরেই সামাজিকমাধ্যমে বার্তা লেখা একটি স্টোরি পোস্ট করেন মেসি। তিনি লেখেন, “মাথা উঁচু করে থাকো তোমরা। অসাধারণ একটা প্রতিযোগিতা খেলেছ। যদিও আমরা সকলে তোমাদের হাতেই কাপ দেখতে চেয়েছিলাম। তবু যে আনন্দ আমাদের উপহার দিয়েছ এবং যে ভাবে গর্বের সঙ্গে নীল-সাদা জার্সির সম্মান রেখেছ, তা আমাদের হৃদয় জয় করে নিয়েছে।”

মরক্কোর জন্য এটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথম শিরোপা। এর আগে ২০০৫ সালের আসরে রানার্স-আপ হওয়া ছিল তাদের সেরা সাফল্য। প্রায় দুই দশক পর এবার তারা নতুন ইতিহাস লিখল। অন্যদিকে, আর্জেন্টিনা এই নিয়ে দ্বিতীয়বারের মতো রানার্স-আপ হলো (প্রথমবার ১৯৮৩ সালে)। এর আগে-পরে মোট ছয়বার ট্রফি ঘরে তুলেছিল তারা। তবে ২০০৭ সালের পর এই টুর্নামেন্টে আর চ্যাম্পিয়ন হতে পারেনি আলবিসেলেস্তেরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই...

রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক নাম, যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, আন্দোলন ও সংগ্রামের প্রতীক...

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত...

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন...

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

কর্পোরেট ডেস্ক: ২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্...

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে...