January 11, 2026 - 2:41 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাআফগানিস্তানের কাছে প্রথমবার হোয়াইটওয়াশ বাংলাদেশ

আফগানিস্তানের কাছে প্রথমবার হোয়াইটওয়াশ বাংলাদেশ

spot_img

স্পোর্টস ডেসক্ : ওয়ানডেতে প্রথমবারের মত আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হল বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার (১৪ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানদের কাছে ২০০ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। ওয়ানডেতে আফগানিস্তানের কাছে রান বিবেচনায় এটিই সবচেয়ে বড় হার বাংলাদেশের। আগেরটি ছিল ২০২৩ সালে চট্টগ্রামে ১৪২ রানে হেরেছিল টাইগাররা।

সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে- ৫ উইকেটে ও ৮১ রানে হেরেছিল বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশের লজ্জা পেল মেহেদি হাসান মিরাজের দল। এই সফরে ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।

আবু ধাবির জাহেদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট হাতে নেমে দারুণ সূচনা করে আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে দলকে ৯৮ বলে ৯৯ রান এনে দেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।

১৬তম ওভারের শেষ বলে গুরবাজকে ৪২ রানে থামিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন স্পিনার তানভীর ইসলাম।

গুরবাজ ফেরার পর নতুন ব্যাটার সেদিকুল্লাহ আতালকে নিয়ে রানের চাকা সচল রেখে আফগানিস্তানের স্কোর দেড়শ পার করেন জাদরান। এই জুুটিতে ওয়ানডে ক্যারিয়ারের নবম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জাদরান।

৩২তম ওভারে প্রথমবারের মত আক্রমণে এসে আতাল-জাদরান জুটি ভাঙেন স্পিনার সাইফ হাসান। আতালকে ২৯ রানে শিকার করেন তিনি।

নিজের দ্বিতীয় ওভারেও উইকেটের দেখা পান সাইফ। সুইপ শট খেলে স্কয়ার লেগে তাওহিদ হৃদয়ের দারুণ ক্যাচে ২ রানে থামেন আফগানিস্তান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি।

৪ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। সেই চাপ আরও বাড়িয়ে দেন জাদরান। নাভার্স নাইন্টিতে রান আউটের ফাঁদে পড়েন তিনি। গত ম্যাচের মত এবারও ৯৫ রানে আউট হন জাদরান। তার ১১১ বলের ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা ছিল।

দলীয় ১৮৬ রানে জাদরান ফেরার পর ষষ্ঠ উইকেটে মোহাম্মদ নবী ও আজমতুল্লাহ ওমারজাইর ২৩ বলে ২৩ রানের জুটিতে আফগানিস্তানের রান ২শ পার হয়। ৩টি চারে ২০ রান করে তানভীরের বলে বোল্ড হন ওমারজাই।

এরপর রশিদ খান ৮ রানে আউটের পর অষ্টম উইকেটে নবী ও নাঙ্গোলিয়া খারোতের ২৫ বলে ২৮ রানের জুটিতে আড়াইশর কাছাকাছি পৌঁছে যায় আফগানিস্তান। খারোতি ১০ এবং এএম গাজানফার শূন্য হাতে পেসার হাসান মাহমুদের শিকার হন। ৪৮ ওভার শেষে ২৪৯ রানে নবম উইকেট হারায় আফগানরা। তখনও ক্রিজে ছিলেন নবী।

মিরাজের করা ৪৯তম ওভারে ৩ ছক্কায় ২৫ রান তুলেন নবী। হাসানের করা ইনিংসের শেষ ওভার থেকে ৩টি চার ও ১টি ছক্কায় ১৯ রান তুলে আফগানিস্তানকে বড় সংগ্রহ এনে দেন নবী। ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৩ রান তুলে আফগানরা। ৪টি চার ও ৫টি ছক্কায় ৩৭ বলে ৬২ রান নিয়ে অপরাজিত থাকেন নবী।

বাংলাদেশের হয়ে সাইফ ৬ রানে ৩টি, হাসান ও তানভীর ২টি করে এবং মিরাজ ১ উইকেট নেন।

জবাব দিতে নেমে ৫১ বলে ৩৫ রানের সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও মোহাম্মদ নাইম। নবম ওভারে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সাজঘরে ফিরেন নাইম। ২৪ বলে ৭ রান করে আফগানিস্তান পেসার ওমারজাইর শিকার হন তিনি।

দলীয় ৩৫ রানে প্রথম উইকেট পতনের পর আফগানিস্তানের পেসার বিলাল সামি ও স্পিনার রশিদ খানের তোপে ২৭.১ ওভারে ৯৩ রানে অলআউট হয় বাংলাদেশ। আফগানদের বিপক্ষে এটিই সর্বনিম্ন রান টাইগারদের।

সাইফ ছাড়া বাংলাদেশের কোন ব্যাটারই দুই অংকে পা রাখতে পারেনি। সাইফ ২টি চার ও ৩টি ছক্কায় ৫৪ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন।

নাইমের ৭ রানের পর নাজমুল হোসেন শান্ত ৩, তাওহিদ হৃদয় ৭, মিরাজ ৬, শামীম হোসেন শূন্য, নুরুল হাসান ২, রিশাদ হোসেন ৪, তানভীর ৫, হাসান ৯ ও নাহিদ রানা অপরাজিত ২ রান করেন।

আফগানিস্তানের বিলাল ৩৩ রানে ৫ উইকেট নেন। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই প্রথমবারের মত ইনিংসে ৫ উইকেটের দেখা পেলেন বিলাল। রশিদ ১২ রানে নেন ৩ উইকেট।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ইন্টারনেটের গতি বাড়িয়ে বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা

কর্পোরেট সংবাদ ডেস্ক : গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করতে মাসিক মূল্য অপরিবর্তিত রেখে সকল বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ পর্যন্ত গতি বাড়ানোর ঘোষণা...

সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সব সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার এবং এ সংক্রান্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের...

ইন্দো-বাংলা ফার্মার পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড পর্ষদ সভা আগামী ১৫ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে,...

সরকারি-বেসরকারি কলেজে ২০২৬ সালের ছুটি তালিকা প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: ২০২৬ সালের সরকারি-বেসরকারি কলেজে ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি বছরে কলেজগুলো মোট ৭২ দিন বন্ধ থাকবে। ২০২৫ সালে এ...

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি কিশোরী নিহত

কর্পোরেট সংবাদ ডেস্ক : মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের সময় ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক কিশোরী নিহত হয়েছেন।রোববার (১১ জানুয়ারি) সকালে ৬৪-বিজিবির অধিনায়ক লে....

ইসিতে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল...

আবারও বাড়লো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার...

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের আহ্বান প্রত্যাখ্যান গ্রিনল্যান্ডের রাজনৈতিক নেতাদের

ইমা এলিস, নিউ ইয়র্ক: গ্রিনল্যান্ডের রাজনৈতিক দলগুলোর নেতারা শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে জানানো হয়, শুক্রবার...