January 12, 2026 - 7:02 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাদল নিয়ে গর্বিত অধিনায়ক নিগার সুলতানা

দল নিয়ে গর্বিত অধিনায়ক নিগার সুলতানা

spot_img

স্পোর্টস ডেস্ক: নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওভার পর্যন্ত লড়াই করেও ৩ উইকেটে হেরে যায় বাংলাদেশ। জয় প্রায় হাতের মুঠোয় এনে ফেলেও ক্যাচ মিস ও রানআউটের সুযোগ হাতছাড়া করায় ম্যাচ হারতে হয়েছে নিগার সুলতানাদের। তবে ম্যাচ শেষে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি গর্ব করেছেন দলের লড়াকু মানসিকতা নিয়ে।

সোমবার (১৩ অক্টোবর) ভারতের বিশাখাপত্তনমে নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশ হেরেছে তিন উইকেটে। টস জিতে ব্যাটিং বেছে নেওয়া বাংলাদেশ বাংলাদেশ ৫০ ওভারে ৬ উইকেটে ২৩২ রান তোলে। জবাবে ৪৯.৩ ওভারে ৭ ‍উইকেটে ২৩৫ রান করে দক্ষিণ আফ্রিকা।

শুরুতে ব্যাটিং করে ২৩৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে বাংলাদেশ ম্যাচ জমিয়ে তুলেছিল শেষ ওভার পর্যন্ত নিয়ে গিয়ে। লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল। বাংলাদেশের জয় তখন অনেকটাই সম্ভাবনার মধ্যে।

কিন্তু সেখান থেকে ষষ্ঠ উইকেটে ৮৫ রানের জুটি গড়েন কোল ট্রায়ন ও মারিজানে কাপ। এই দুজনের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। তবুও ১৯৮ রানে ৭ উইকেট তুলে নিয়ে যখন ফের ম্যাচ ফেরে বাংলাদেশ। নাহিদা-মারুফারা জমিয়ে তোলে ম্যাচ।

কিন্তু শেষ ওভারে যখন প্রোটিয়াদের ৯ রান দরকার, তখন উইকেটে সেট হয়ে থাকা নাদিনে ডি ক্লার্ক থাকা লং অফে সহজ ক্যাচ তুলে দেন। কিন্তু স্বর্ণা আক্তার তা তালুবন্দি করতে ব্যর্থ হন। এর আগেও পঞ্চম ওভারে উলভার্ট যখন ১১ রানে তখন তার ক্যাচ মিস করেন রাবেয়া খান। প্রোটিয়াদের যখন ৪২ বলে ৫৩ রান লাগে তখন লং অনে বাউন্ডারিতে ক্যাচ ক্লোই ট্রায়নের সহজ ক্যাচ ছাড়েন সুমাইয়া আক্তার। এছাড়া রানআউটের আরও বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে টাইগ্রেসরা।

জয়ের এমন কাছাকাছি যেয়ে হারের পরও ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে গর্বিত অধিনায়ক নিগার। তিনি বলেন, ‘আমি হতাশ না, বরং গর্বিত। মেয়েরা প্রতিটি বলের জন্য লড়েছে। এমন ম্যাচে চাপ সামলে খেলা সহজ ছিল না। কিন্তু দল যেভাবে ১১০ শতাংশ দিয়েছে, তাতে আমি খুশি। অবশ্যই কিছুটা আক্ষেপ আছে—এমন ম্যাচ জিততে পারলে দারুণ হতো আমাদের জন্য। এখনও উন্নতির জায়গা আছে। শেষ তিন ম্যাচে আমরা আরও ভালো খেলতে চাই।’

ব্যাটিংয়েও দেখা গেছে ধীর গতি। ফারজানা পিংকি ও রুবাইয়া হায়দার পাওয়ার প্লেতে উইকেট না হারালেও ১০ ওভারে তুলেন মাত্র ২৮ রান। উদ্বোধনী জুটি ভাঙে ১৬.১ ওভারে ৫৩ রান তুলে। এ নিয়ে নিগার বলেন, ‘শুরুতে আমাদের পরিকল্পনা ছিল পাওয়ার প্লেতে কোনো উইকেট হারাব না। আমরা আমাদের লক্ষ্যের চেয়ে ১৫-২০ রান কম করেছি। টপ অর্ডার যদি একটু বেশি স্ট্রাইক পরিবর্তন করে রান তুলতে পারো, তাহলে সেই রান তোলা সম্ভব ছিল। ফিল্ডিংয়েও আরও ভালো করা যেত। তবে আমাদের হতাশ হওয়া বা মন খারাপ করার কিছু নেই।’

বাংলাদেশের সামনে এখনো তিনটি ম্যাচ বাকি। সেমিফাইনালে ওঠার আশা ফুরিয়ে যায়নি। সেই বিশ্বাসই ধরে রাখতে বলছেন অধিনায়ক, ‘ইংল্যান্ড ম্যাচেও আমরা দ্রুত ৫ উইকেট তুলে নিয়েছিলাম। কিন্তু ৩০ ওভারের পর আমরা সঠিক জায়গায় বল করতে পারিনি। কিন্তু আজ ভিন্ন ছিল পরিস্থিতি। ব্যাটিংয়ের মাঝে এবং খেলার বিরতিতেও সঠিক লেংথে বল করা নিয়ে আমরা পরস্পর কথা বলেছি। বোলাররা তা ভালোভাবে করতে পেরেছে। জানি আমাদের দলটা বেশ তরুণ, কিন্তু তারা দিনদিন আরও বেড়ে উঠছে। নিউজিল্যান্ড ম্যাচের পর যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা দুর্দান্ত। তাদের নিয়ে আমি কতটা গর্বিত বলেছি। জানিয়েছি এটাই আমাদের শেষ ম্যাচ নয়।’

কঠিন প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করে শেষ বলে হারের দুঃখ থাকলেও টাইগ্রেসদের মনোবল এখনও অটুট। সামনের ম্যাচগুলোতে সেই আত্মবিশ্বাসই সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে নিগারদের জন্য।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

কর্পোরেট সংবা ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি পালনে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) যেকোনো ধরনের সভা, সমাবেশ বা নির্বাচনী...

এসবিএসি ব্যাংকের সঙ্গে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের চুক্তি

কর্পোরেট ডেস্ক: এসবিএসি ব্যাংক পিএলসি এবং কক্সবাজারের হিমছড়িতে অবস্থিত বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের মধ্যকার সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত...

বেনাপোলে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিনসহ সাকিব হোসেন (২৮)...

সূচকের বড় পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির...

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদযাপন করলো ওয়ালটন

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক-জায়ান্ট ও সুপারব্র্যান্ড ওয়ালটন শুধু আন্তর্জাতিক মানের, পরিবেশবান্ধব, উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তির পণ্যই উৎপাদন করছে না; কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ...

নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে একটি বড় সংখ্যক পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রোববার (১১ জানুয়ারি) ঢাকায়...

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘এমক্যাশ’ রিব্র্যান্ডিংয়ের মাধ্যমে নতুন কলেবরে শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রধান...

ইন্টারনেটের গতি বাড়িয়ে বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা

কর্পোরেট সংবাদ ডেস্ক : গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করতে মাসিক মূল্য অপরিবর্তিত রেখে সকল বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ পর্যন্ত গতি বাড়ানোর ঘোষণা...