বিনোদন ডেস্ক : চুপিসারে বাগদান সম্পন্ন করলেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। শনিবার (৪ অক্টোবর) পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একান্ত আয়োজনে এই বাগদান অনুষ্ঠিত হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম এম৯ নিউজের প্রতিবেদনে জানা গেছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে তাদের বিয়ের পরিকল্পনা রয়েছে বলে জানা যায়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুজনের বিয়ে হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। তবে তারা আপাতত নিজেদের বাগদান ও বিয়ের খবর প্রকাশ্যে আনতে চাইছেন না। খবর ইন্ডিয়া টুডের।
ব্যক্তিগত জীবন নিয়ে শুরু থেকেই নীরবতা বজায় রেখেছেন এই তারকা যুগল। তবে সম্প্রতি বিজয় নিজের সোশ্যাল মিডিয়ায় শেরওয়ানি পরা একটি ছবি শেয়ার করেন। অন্যদিকে রাশমিকা শাড়ি পরা ছবি পোস্ট করেন। সেই ছবিগুলো ঘিরেই অনুরাগীদের মধ্যে বাগদান ও বিয়ে নিয়ে আলোচনা জোরদার হয়। দশমীর শুভেচ্ছা জানাতে দেওয়া রাশমিকার সাম্প্রতিক পোস্টেও তাকে দেখা গেছে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে, কপালে তিলকসহ।
বিজয়-রাশমিকার প্রেমের গুঞ্জন শুরু হয় ২০১৮ সালে মুক্তি পাওয়া গীতা গোবিন্দম ছবি থেকে। পরে তারা একসঙ্গে অভিনয় করেন ডিয়ার কমরেড-এ, যা বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। সেই সময় থেকেই তাদের সম্পর্ক নিয়ে গোপন জল্পনা চলতে থাকে। সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডে দুজনকে হাত ধরাধরি করে জনসমক্ষে দেখা যায়, যা আলোচনাকে আরও তীব্র করে তোলে।
কাজের দিক থেকে রাশমিকা অভিনীত থাম্মা ছবিটি এ বছরের দীপাবলিতে মুক্তি পাবে। আয়ুষ্মান খুরানা, নওয়াজউদ্দিন সিদ্দিকী ও পরেশ রাওয়ালের সঙ্গে অভিনীত ছবিটির ট্রেলার ও গান ইতিমধ্যে অনলাইনে প্রশংসা কুড়িয়েছে। এছাড়া তিনি শাহিদ কাপুর ও কৃতি শ্যাননের সঙ্গে কাজ করছেন ককটেল ২-এ। দক্ষিণে ‘এক্সপ্রেশন কুইন’ ও ‘ন্যাশনাল ক্র্যাশ’ খেতাবে পরিচিতি পাওয়া রাশমিকা বলিউডেও অ্যানিম্যাল ছবিতে নজরকাড়া অভিনয় করেছেন।
আরও পড়ুন:


