![]() |

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি সামনে রেখে টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সিরিজে দর্শকরা ১৫০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত টিকিট কিনে খেলা উপভোগ করতে পারবেন।
সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট, এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ১ এবং ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই সিলেটে অনুষ্ঠিত হবে।
বিসিবি জানিয়েছে, টিকিট কেনা যাবে তাদের অফিশিয়াল ওয়েবসাইট (gobcbticket.com.bd) এবং বিসিবি টিকিট অ্যাপ থেকে।
টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে বিভিন্ন স্ট্যান্ড অনুযায়ী। শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি) ও গ্রিন গ্যালারি/গ্রিন হিল এলাকার টিকিটের মূল্য ১৫০ টাকা। শহীদ আবু সাইদ স্ট্যান্ড (উত্তর-পূর্ব গ্যালারি) এর টিকিট ২৫০ টাকায় পাওয়া যাবে।
ক্লাব হাউসে (ব্লক এ১–ই১) বসে খেলা দেখতে হলে টিকিটের মূল্য হবে ৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড আপার ইস্ট/ওয়েস্ট, গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার ইস্ট/ওয়েস্ট ও ডিরেক্টর এনক্লোজার থেকে খেলা দেখতে হলে টিকিটের মূল্য ২০০০ টাকা।
আরও পড়ুন:
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ https://corporatesangbad.com/520250/ |