ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের পর নিজবাড়ির সঙ্গে থাকা পুকুরের পানিতে ভাসমান অবস্থায় প্রবাস ফেরত খলিলুর রহমান নিকেল (৪৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) লাশের ময়নাতদন্ত করার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার (১৩ আগস্ট) রাত ১০টার সময় ফুলপুরের আলোকদি গ্রামে এ ঘটনা ঘটে। খলিলুর রহমান নিকেল ফুলপুর সদর ইউনিয়নের আলোকদী গ্রামের মজিবুর রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর মাস তিনেক আগে নিজবাড়িতে আসেন নিকেল। গতকাল বুধবার সকাল থেকে নিখোঁজ থাকার পর ওই দিন রাতে নিজবাড়ির সঙ্গে থাকা পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া নিকেলের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে।
ফুলপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র তিন মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন রেমিট্যান্স যোদ্ধা খলিলুর রহমান নিকেল।
গতকাল বুধবার সকাল থেকে নিখোঁজ থাকার পর রাতে তার মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। ঘটনাটি ফুলপুর থানার পুলিশকে জানানো হলে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়।
এ ঘটনায় নিকেলের স্ত্রী রুমা আক্তার আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ফুলপুর থানায় একটি অভিযোগ করেন।
ফুলপুর থানার ওসি আব্দুল হাদি বলেন, ‘ময়নাতদন্ত করার জন্য আজ বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মরদেহটি পাঠানো হয়েছে। ময়নাতদন্ত করার পর প্রকৃত ঘটনা জানা যাবে।’


