December 5, 2025 - 12:30 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকরাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

spot_img

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পূর্ব উপকূলে আজ সকালে ৮ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের পর জাপানের কিছু অংশে আঘাত হানে সুনামি। প্রশান্ত মহাসাগরের আশেপাশে তিন মিটার (১০ ফুট) এরও বেশি উঁচু ঢেউয়ের সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।

বুধবার (২৯ জুলাই) টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রাশিয়ার জরুরি অবস্থা মন্ত্রণালয় জানিয়েছে, সুনামির আঘাতের বন্দর নগরী সেভেরো-কুরিলস্ক প্লাবিত হয়েছে। প্রায় ২ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

রাশিয়ার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা যায়, শহরের ভবনগুলো সমুদ্রের পানিতে ডুবে আছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পে রাশিয়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের কেউই গুরুতর আহত হননি।

জাপানি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপেও ৩০ সেন্টিমিটার (এক ফুট) উচ্চতার ঢেউ লক্ষ্য করা গেছে। লোকজন গাড়িতে করে অথবা হেঁটে উঁচু স্থানে সরে যাচ্ছে।

রাশিয়ান একাডেমি অফ সায়েন্সেসের জিওফিজিক্যাল সার্ভিস জানিয়েছে, ১৯৫২ সালের পর আজকের ভূমিকম্পটি রাশিয়ার কামচাটকা অঞ্চলে সবচেয়ে শক্তিশালী ছিল।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, যে বছর ৯ মাত্রার বিশাল ভূমিকম্পের ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভয়াবহ সুনামির সৃষ্টি হয়েছিল ভূমিকম্পের কেন্দ্রস্থলটি প্রায় একই রকম ছিল।

ভূমিকম্পের পর এই অঞ্চলে আরো অন্তত ছয়টি আফটারশক হয়েছে, যার মধ্যে একটির মাত্রা ছিল ৬ দশমিক ৯ এবং আরেকটি ছিল ৬ দশমিক ৩।

জাপানি সম্প্রচারক এনএইচকে বিশেষ সম্প্রচার বা কভারেজ শুরু করেছে। উপস্থাপকরা উপকূলের লোকজনকে ‘অবিলম্বে সরে যেতে’ বলছেন। লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য টেলিভিশনের পর্দায় ‘সরে যান’ বার্তা প্রচার করা হচ্ছে।

সতর্কতা : ২০১১ সালে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির ফলে ধ্বংসপ্রাপ্ত উত্তর-পূর্ব জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে, সেখানকার অপারেটর এ তথ্য জানান।

জাপানের আবহাওয়া সংস্থা প্রথমে সতর্ক করেছিল, ঢেউগুলো এক মিটার পর্যন্ত উঁচু হবে, কিন্তু পরে সেটিকে আরো বিপজ্জনক করে তিন মিটার পর্যন্ত উন্নীত করা হয়।

এটি জাপানের উত্তর ও পূর্ব উপকূল থেকে ওসাকার দক্ষিণে ওয়াকায়ামা পর্যন্ত বিস্তৃত ছিল। পাশাপাশি কয়েকটি ছোট দ্বীপেও বিস্তৃত ছিল।

এর বাইরে, টোকিও উপসাগর ও ওসাকা উপসাগরে ঢেউগুলো এক মিটার পর্যন্ত উঁচু হতে পারে। স্থানীয় সময় সকাল ১০ টা থেকে ১১ টা ৩০ মিনিট (০১০০-০২৩০ জিএমটি)-এর মধ্যে এটি আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা (ইউএসজিএস) প্রথমে রাশিয়ার ভূমিকম্পের মাত্রা ৮ বলেছিল, পরে তা সংশোধন করে ৮ দশমিক ৭ করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই...

রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক নাম, যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, আন্দোলন ও সংগ্রামের প্রতীক...

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত...

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন...

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

কর্পোরেট ডেস্ক: ২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্...

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে...