December 15, 2025 - 8:21 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাউরুগুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে ব্রাজিল

উরুগুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে ব্রাজিল

spot_img

স্পোর্টস ডেস্ক: ইকুয়েডরের কুইটোতে বুধবার (৩০ জুলাই) নারী কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে ব্রাজিলের মেয়েরা। দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ২ আগস্ট শনিবার দিনগত রাত ৩টায় ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে তারা।

ম্যাচের শুরুটা ভালোভাবেই করেছিল উরুগুয়ে। পঞ্চম মিনিটেই বেলেন অ্যাকুইনোর পাসে ওয়েন্ডি কারবায়োর শট দারুণভাবে ঠেকিয়ে দেন ব্রাজিলের গোলরক্ষক ক্লাউদিয়া। এরপর ব্রাজিল ঘুরে দাঁড়িয়ে গোল উৎসব শুরু করে। প্রথমার্ধের পুরোটাই ছিল ব্রাজিলের নিয়ন্ত্রণে।

১১ মিনিটে মার্তার ক্রস থেকে হেডে গোল করেন আমান্দা গুতিয়েরেস। এর ২ মিনিট পর ব্যবধান ২-০ করেন ফরোয়ার্ড জিও গারবেলিনি। ২৪ মিনিটে ইসা হাসকে বক্সে ফাউল করেন ফারিয়াস, পেনাল্টি পায় ব্রাজিল। মাথা ঠান্ডা রেখে পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ৩-০ করেন মার্তা। দ্বিতীয়ার্ধে দুই দলই বেশকিছু সুযোগ পায়। ৫১ মিনিটে নিজেদের আত্মঘাতী গোল করে বসে ব্রাজিল, কর্নার থেকে আসা বল ইসা হাসের গায়ে লেগে বল নিজের জালেই জড়িয়ে যায়।

এরপর ৬৫ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে নিজের দ্বিতীয় গোল করেন আমান্দা। টুর্নামেন্টে এটি তার পঞ্চম গোল। ম্যাচের একদম শেষ দিকে ৮৬ মিনিটে ব্যবধান ৫-১ করেন দুদিনহা। এই জয়ে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকও নিশ্চিত করেছে তারা। অলিম্পিকে অংশ নেবে মোট ১৬টি দল।

শনিবার দিনগত রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এর আগে ২ আগস্ট সকালে আর্জেন্টিনার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে উরুগুয়ে।

মেয়েদের কোপা আমেরিকার দশম আসর এটি। দক্ষিণ আমেরিকার নারীদের এই টুর্নামেন্টে রেকর্ড ৮ বার শিরোপা জিতেছে ব্রাজিল এবং একবার ২০০৬ সালে ঘরের মাটিতে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। টুর্নামেন্টটিতে সর্বশেষ ৪ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। টানা পঞ্চম শিরোপা জয়ের খুব কাছাকাছি এখন তারা।

আগের দিন প্রথম সেমিফাইনালে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠে কলম্বিয়া। আগামী শনিবার (২ আগস্ট) দিবাগত রাতে ব্রাজিল ও কলম্বিয়ার মেয়েদের মধ্যে শিরোপা নির্ধারণী ফাইনাল অনুষ্ঠিত হবে। যদিও এই দুটি দল গ্রুপ পর্বে একবার মুখোমুখি হয়েছিল এবং সেই ম্যাচ ১-১ ড্র হয়। তবে বর্তমানে উভয় দলই অপরাজেয় অবস্থায় রয়েছে। ব্রাজিল ৫ ম্যাচে ৪টি জয় এবং ১টি ড্র অর্জন করেছে আর কলম্বিয়া ৩টি ম্যাচ জিতেছে এবং ২টি ম্যাচ ড্র করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত : মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক: সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ মো. ওসমান...

এমবিবিএস ভর্তির পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭

কর্পোরেট সংবাদ ডেস্ক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। রোববার...

হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে বলে জানিয়েছেন ঢাকা...

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

কর্পোরেট সংবাদ ডেস্ক : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৮৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে...

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেওয়া হবে। এই প্রটোকলে রাজনৈতিক...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার...

এন্টারপ্রাইজ কানেক্টিভিটি ও ডিজিটাল সল্যুশনে পিটিসি-এক্সেনটেকের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি

কর্পোরেট ডেস্ক: পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি (পিটিসি)-এর সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে এক্সেনটেক পিএলসি। করপোরেট সার্ভিস, সিম-ভিত্তিক এন্টারপ্রাইজ সল্যুশন এবং ডিজিটাল সক্ষমতা...

গ্রাহক সন্তুষ্টির প্রত্যয় নিয়ে দেশের ১৬ অঞ্চলে ইউসিবির টাউনহল

কর্পোরেট ডেস্ক: একই দিনে, একই সময়—দেশের ১৬টি অঞ্চলে একসাথে টাউনহল। কোথাও ব্যাংকের চেয়ারম্যান, কোথাও ব্যবস্থাপনা পরিচালক, কোথাও এএমডি, ডিমডি কিংবা সিনিয়র কর্মকর্তারা। পুরো দেশের...