কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশে জাতীয় সরকার গঠন এবং জাতীয় নির্বাচন কবে হবে, তা সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে জাতীয় সরকার গঠন হওয়া না হওয়ার বিষয়টি অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের নির্বাচন কখন হবে এটিও অভ্যন্তরীণ বিষয়। অন্তর্বর্তী সরকার সফলভাবে অংশগ্রহণমূলক সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করবে-এটা চীন বিশ্বাস করে।
তিনি বলেন, তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নের চীন পুরোপুরি প্রস্তুত। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিলে চীন দ্রুত প্রকল্পের কাজ শুরু করতে পারবে।
বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, চীন বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী। আমাদের লক্ষ্য একটি উন্নত, সমৃদ্ধ এবং সার্বভৌম প্রতিবেশী গড়ে তোলা। এই উদ্যোগ তৃতীয় কোনো পক্ষবিরোধী নয়। দক্ষিণ এশিয়ার কোনো দেশ এ নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেনি।
বিএনপি ও জামায়াতের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিগত সরকারের সময় কেন চীন বিএনপি ও জামায়াতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে পারেনি, তা সবারই জানা।”
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, “রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়াই একমাত্র টেকসই সমাধান। এই বিষয়ে চীন, বাংলাদেশ ও মিয়ানমার- তিন পক্ষই যোগাযোগ রক্ষা করে চলেছে।” তবে রাখাইনের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে এখনই প্রত্যাবাসন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক সময়ে রাজধানীর উত্তরায় চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার বিষয়ে ইয়াও ওয়েন বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চীন কাজ করছে। তিনি জানান, খুব শিগগিরই চীনের কারিগরি বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।


