সিরাজগঞ্জে নৃত্যশিল্পী ধর্ষণ মামলায় আরও দুই আসামি গ্রেফতার

Posted on July 14, 2025

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় এজাহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—চককলামুলা গ্রামের জহুরুল ইসলামের ছেলে কফিল উদ্দিন (২৫) এবং বগুড়ার শেরপুর উপজেলার দেওড়া পাড়া গ্রামের হেদু প্রামাণিকের ছেলে এনামুল হক এনা (২৫)।

রবিবার (১৩ জুলাই) রাতে বগুড়ার শাহজাহানপুর থানার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে তাড়াশ থানা পুলিশ। এ ঘটনায় এর আগে আরেক আসামি রফিকুল ইসলাম (৪৪) কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, গত ১৫ মে বগুড়ার শেরপুর থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের কথা বলে ভুক্তভোগী নারী নৃত্যশিল্পীকে তাড়াশে নিয়ে আসা হয়। পরে রানীর হাট উচ্চ বিদ্যালয়ের পাশে একটি নির্জন স্থানে পাঁচজন মিলে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

পরদিন (১৬ মে) ভুক্তভোগী নারী বাদী হয়ে তাড়াশ থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার এজাহারনামীয় তিন আসামি হলেন—কফিল উদ্দিন, রফিকুল ইসলাম ও এনামুল হক এনা। বাকি দুই আসামির নাম-পরিচয় শনাক্তে তদন্ত চলছে।

ওসি আরও জানান, মামলার পরপরই রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবার।