![]() |

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় দুই প্রবাসীর দুই শিশু সন্তান নিখোঁজের ২২ ঘণ্টার পর মোঃ সিফাত হাসান (১১) নামে এক শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার হয়েছে।
শনিবার (১২ জুলাই)সকাল ১০টায় নিহত শিশু মোঃ সিফাতের লাশ বাড়ি থেকে প্রায় ২শ' গজ দূরে জনৈক মোঃ রশিদের পুকুরের ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
নিহত সিফাত গফরগাঁও উপজেলার পাগলা থানার ৯নং পাঁচবাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরশাঁখচূড়া গ্রামের সৌদি প্রবাসী মোঃ নূর ইসলামের ছেলে এবং চরশাঁখচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
এদিকে শনিবার (১২ জুলাই) দুপুর পর্যন্ত অপর শিশু একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিঘীরপাড় (অতার বাড়ী) গ্রামের সৌদি প্রবাসী মোঃ আল আমিনের ছেলে আইমান সাদাবকে (৫) উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় রাতেই পাগলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সন্তান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।
নিখোঁজের পর রাত ১২ টা দিকে একটি চক্র উভয় পরিবারে লোকজনের নিকট শিশুদের ফেরত চেয়ে মুক্তিপণ হিসেবে বিভিন্ন অংকের টাকা দাবি করেছেন বলে শিশুদের পরিবার জানান। এরই মধ্যে নিহত সিফাতের ভাই জিসান (মোবাইল নম্বর-০১৭৬৫-০৪৪১৫০) এই নম্বরে ২ হাজার টাকা বিকাশ করে।
পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বেলা ১২ টায় দিকে উপজেলার চরশাঁখচূড়া গ্রামের সৌদি প্রবাসী মোঃ নূর ইসলামের ছেলে মোঃ সিফাত হাসান বাড়ি সামনে থেকে নিখোঁজ হয়। অপরদিকে একই সময়ে দিঘীরপাড় গ্রামের সৌদি প্রবাসী মোঃ আল আমিনের ছেলে মোঃ আইমান সাদাব বাড়ি পাশে দোকানে হালখাতা অনুষ্ঠানে মাইক বাজার শব্দ শুনে দোকানে সামনে যায়। এরপর থেকে নিখোঁজ হয় সাদাব। এ ঘটনার একদিন পার হলেও এখন পর্যন্ত শিশু মোঃ সাদাবের কোনো সন্ধান মেলেনি।
শিশু মোঃ সাদাবের নানা সুলতান মিয়া বলেন, শিশুটির বাবা বিদেশ থাকেন। বাড়ি পাশ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারগড়িয়া গ্রামে। মা ও ছেলে আমার বাড়িতেই থাকে। বাড়ির পাশে দোকানে সামনে থেকে আমার নাতিকে কে বা কারা নিয়ে গেছে কিংবা কেউ ষড়যন্ত্র করে মেরে ফেলেছে কিনা, কিছুই বলতে পারছি না।
এব্যাপারে পাগলা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ ফেরদৌস আলম জানান , আমরা অপর শিশুটি উদ্ধারের জন্য বহু খোজাঁখুজি করছি । এখন পর্যন্ত পাওয়া যায়নি । তবে এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| গফরগাঁওয়ে দু'প্রবাসীর দুই শিশু নিখোঁজের ২২ ঘণ্টার পর একজনের লাশ উদ্ধার https://corporatesangbad.com/516589/ |