কর্পোরেট সংবাদ ডেস্ক: চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) মো. ফয়সালের বিরুদ্ধে এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ঢাকার একটি আদালতে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাজিদা আক্তার (৩৫) নামে এক নারী এ মামলা দায়ের করেন।
মামলার আবেদনের পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, বাদিনী গত ২ জুন গাবতলী গরুর হাটে ঈদুল আযহা উপলক্ষে গরু দেখার জন্য যান। সেখানে চলচ্চিত্র অভিনেতা ডিপজলও আসেন। তিনি অভিনেতা ডিপজলের ভক্ত। তাই ডিপজল অফিসের ভেতরে আছে জেনে ওই বাদিনী অফিসের সেখানে প্রবেশ করেন এবং ডিপজলকে সালাম দিয়ে বলেন, ‘ভাই আপনি কেমন আছেন? আমি আপনার খুব ভক্ত, আপনি আছেন শুনে আপনার সঙ্গে দেখা করার জন্য ভেতরে আসলাম।’
তখন আসামি ডিপজল ধমক দিয়ে বলেন, ‘এই, এই মহিলা ভেতরে কিভাবে ঢুকলো? বের কর এখান থেকে।’ তখন বাদিনী বলেন যে, ‘ভাই আমি একটু কথা বলেই চলে যাব, আমাকে বের করে দিতে বলছেন কেন?’ তখন তিনি রাগান্বিত হয়ে বলেন, ‘এই তোরা এই মহিলাকে পিটিয়ে এখান থেকে বের কর।’
অতঃপর আসামি ডিপজলের হুকুমে ও প্ররোচণায় আসামি ফয়সাল এবং তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও দুজন ব্যক্তি বাদিনীর ঘাড় ও হাত ধরে এবং তার পিঠে হাত দিয়ে জোর জবরদোস্তি করে অফিসের ভেতর থেকে টেনে আনে। তারা অফিসের গেইটের কাছে এনে বাদিনীকে ধাক্কা দিলে তিনি জামা কাপড় পেঁচিয়ে মাটিতে পড়ে যান। এরপর বাদিনী ‘শরীরে হাত দিলেন কেন, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন’ কেন জানতে চাইলে ডিপজল বাদিনীকে বলে, ‘এখান থেকে এখন না গেলে তোর হাত পা ভেঙে পাশের তুরাগ নদীতে ফেলে দেব।’
তখন বাদিনী প্রতিবাদ করলে গরুর রশি এনে তার হাত বেঁধে ফেলে এবং অন্যান্য ৮/১০ অজ্ঞাতনামা আসামি বাদিনীর শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি লাথি মারতে থাকে। এক পর্যায়ে বাদিনীর ঘাড়ে এসিড ঢেলে দিলে- তিনি যন্ত্রণায় কান্না করতে থাকলে ছেড়ে দেন।
অতঃপর বাদিনী সেখান থেকে বাসযোগে বাসায় আসলে আত্মীয়-স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জরুরি বহির্বিভাগে ডাক্তার দেখান। তিনি গত ৪ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে ১১ জুন পর্যন্ত ভর্তি ছিলেন।
এর আগেও বিভিন্ন সময়ে ডিপজলের বিরুদ্ধে হত্যা মামলা, অস্ত্র মামলা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সংক্রান্ত আইনি জটিলতায় তার নাম উঠে এসেছে।
ডিপজল বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।


