বিগত ৩ নির্বাচন বৈধ বলা পর্যবেক্ষকদের আগামীতে সুযোগ দেওয়া হবে না: সিইসি

Posted on July 8, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক ; যে সকল বিদেশি পর্যবেক্ষক বিগত তিন নির্বাচনকে অবাধ ও সুষ্ঠ বলে বৈধতা দিয়েছেন তাদের আগামী নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৮ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবেন। ইইউসহ অনেকে চিঠি দিয়ে আমাদের জানিয়েছে। তবে বিগত তিন নির্বাচন নিয়ে যেসব বিদেশি পর্যবেক্ষক ‘ভালো’ সার্টিফিকেট দিয়েছেন তাদের আমরা নেবো না।

এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি ও আগামী নির্বাচন আমরা ঠিকমত সম্পূর্ণ করতে পারব কি না এ বিষয়ে কানাডা হাইকমিশনার জানতে চেয়েছেন। আমাদের প্রস্তুতির বিষয়টা বিস্তারিত আমরা জানিয়েছি। বিশেষ করে আমরা অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনটা শুরু করব। ম্যাসিভ স্কেলে সারা দেশব্যাপী ভোটার এডুকেশন শুরু করব। নির্বাচনে পোলিং এজেন্ট ও পর্যবেক্ষকদের ট্রেনিংয়ে কানাডা আমাদের সহযোগিতা করবে। আমাদের ভোটার রেজিস্ট্রেশনে আমরা ফিমেল ভোটারদেরকে কি রকম ইনক্লুড করতে পেরেছি সেটা উনি এমফাসাইজ করেছেন।

তিনি বলেন, ভোটের দিন এখনও নির্ধারণ হয়নি, যেদিন নির্ধারণ হবে সময়সীমা ধরে তার দুই মাস আগে সবাইকে জানিয়ে দেয়া হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কমিশন কানাডার সহায়তা চেয়েছে বলে উল্লেখ করেন সিইসি বলেছেন, দুর্গম এলাকায় ভোটের প্রচার, নারী ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি, নির্বাচন সংশ্লিষ্টদের ট্রেনিংসহ বিভিন্ন বিষয়ে সহায়তা দেয়া নিয়ে আলোচনা হয়েছে।

সিইসি বলেন, কানাডার হাইকমিশনার জানতে চেয়েছেন, নির্বাচনের সময়ে এআই ব্যবহার অপব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকার বিষয়ে। যেহেতু কিছুদিন আগে কানাডায় নির্বাচন হয়েছে সেখানে তাদের এআই সম্পর্কিত বিষয়গুলোর মুখোমুখি হতে হয়েছে। আমরা কানাডার কাছে নির্বাচনের বিষয়ে কিছু সহযোগিতা চেয়েছি। হাইকমিশনার আমাদের আশ্বস্ত করেছেন বাংলাদেশের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা সহযোগিতা করবেন।

এর আগে সকালে সিইসির সঙ্গে বৈঠক করতে নির্বাচন ভবনে যান কানাডিয়ান হাইকমিশনারসহ দুই সদস্যের প্রতিনিধি দল।