মূল্যস্ফীতির হার কমে ৮.৪৮ শতাংশে, ২৭ মাসে সর্বনিম্ন

Posted on July 7, 2025

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৪৮ শতাংশে। যা গত ২৭ মাসে সর্বনিম্ন। গত মে মাসে মূল্যস্ফীতির হার ছিলো ৯.০৫ শতাংশ। জুন মাসে তা ০.৫৭ শতাংশ কমেছে। দীর্ঘদিন পর মূল্যস্ফীতির হার ৯ শতাংশের নিচে নামলো।

সোমবার (৭ জুলাই) এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

মূল্যস্ফীতির এ পতনের প্রধান কারণ খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের দামের হ্রাস। খাদ্যপণ্যে মূল্যস্ফীতি জুন মাসে নেমে এসেছে ৭.৩৯ শতাংশে, যা গত মাসে ছিল ৮.৫৯ শতাংশ। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমায় সাধারণ মানুষ স্বস্তি পেয়েছে।

অপরদিকে, খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি সামান্য কমে ৯.৩৭ শতাংশ হয়েছে— যা মে মাসে ছিল ৯.৪২ শতাংশ।

অর্থনীতিবিদদের মতে, সরকারের মুদ্রানীতিগত শৃঙ্খলা ও বাজারে কিছুটা সরবরাহ স্বাভাবিক হওয়ায় মূল্যস্ফীতিতে এ ইতিবাচক পরিবর্তন এসেছে।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে   লিখেছেন, “অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে।”

শফিকুল আলম জানান, জুন ২০২৫ মাসের উপাত্ত অনুযায়ী পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি ৮.৪৮ শতাংশে নেমে এসেছে, যা ২০২৪ সালের আগস্ট মাসের তুলনায় প্রায় ২ শতাংশ কম। এ সময় খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৭.৩৯ শতাংশে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন। খাদ্য বহির্ভূত খাতেও মূল্যস্ফীতি কমার ধারা দেখা যাচ্ছে।

আরও পড়ুন:

২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায় ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা: এনবিআর চেয়ারম্যান

শুল্ক-কর জমা দিতে অনলাইনে চালু হলো ‘এ- চালান’ সেবা