বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনস্টেবল রুহুল আমিনকে স্থানীয় জনতা আটক করেছে। পরে খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২ দিকে নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আটক রুহুল আমিন শাজাহানপুর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুনের বডিগার্ড হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তার করে চাঁদা আদায় করতেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় চাঁদাবাজির সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে ঘিরে ফেললে মারধর করে। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে এ ধরনের অপকর্ম অত্যন্ত লজ্জাজনক। এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগটি প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরোও জানান, সে অনেক আগেই এই থানা থেকে চলে গেছেন। তিনি বর্তমানে বগুড়া পুলিম লাইনে কর্মরতে ছিলেন।


