![]() |

অর্থ-বাণিজ্য ডেস্ক : টানা দুই দফা কমানোর পর আবারও বাড়লো স্বর্ণের দাম। জুলাই মাসের শুরুতেই স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছে ১ হাজার ৮৯০ টাকা। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকা। নতুন এই দাম বুধবার (২ জুলাই) থেকে কার্যকর হবে।
মঙ্গলবার (১ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১লাখ ৭২ হাজার ১২৬ টাকা, ২১ ক্যারেটের দাম ১ লাখ ৬৪ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪০ হাজার ৮৩১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ১৬ হাজার ৪৮৮ টাকা।
এছাড়া বিক্রয়মূল্যের সঙ্গে ৫% ভ্যাট এবং ৬% ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে কিছু পার্থক্য হতে পারে।
এর আগে, ২৮ জুন সর্বশেষ স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা। অর্থাৎ মাত্র তিন দিনের ব্যবধানে আবারও দাম বাড়ল।
চলতি বছরে এটি ৪১তম বার স্বর্ণের দামের সমন্বয়। এর মধ্যে ২৭ বার দাম বেড়েছে, আর ১৪ বার কমেছে। তুলনায় ২০২৪ সালে ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১ হাজার ৭২৬ টাকা।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদা বিবেচনায় পরবর্তী দফায় আবারও দাম সমন্বয় করা হতে পারে।

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| আবারও বাড়লো স্বর্ণের দাম https://corporatesangbad.com/515672/ |