নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার তিনটি নার্সারিতে অভিযান চালিয়ে প্রায় ১৬’শত পরিবেশ বিধবংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা জব্দ করে তা ধ্বংস করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কোহিনুর আক্তার।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলার ঝিটকা দফাদার পাড়া নার্সারি,বাল্লা ইউনিয়নের মাচাইন গ্রামের বনফুল নার্সারী ও সম্পা নার্সারিতে এ অভিযান পরিচািত হয়।
জানা যায়,উপজেলা কৃষি দপ্তরের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও এ অভিযান পরিচালনা করে প্রায় ১৬’শত পরিবেশ বিধবংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা জব্দ করা করে। এরপর ঘটনাস্থলেই জব্দকৃত গাছের চারা ধ্বংস করা হয়।
হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মোতাবেক পরিবেশ বিধবংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন, সরবরাহ, বিক্রয় ও বিপনন নিষিদ্ধ করা হয়েছে। তাহারই অংশ হিসেবে উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অফিসের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কোহিনুর আক্তার বলেন, উপজেলার কয়েকটি নার্সারিতে অভিযান পরিচালনা করে পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা জব্দ করে ধ্বংস করা হয়েছে। পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।


