December 15, 2025 - 1:08 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকফোনালাপ ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত

ফোনালাপ ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত

spot_img

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের সাংবিধানিক আদালত দেশটির প্রধানমন্ত্রী পায়েতংটার্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করেছেন। সাবেক কম্বোডিয়ান নেতা হুন সেনের সঙ্গে ফাঁস হওয়া একটি ফোনালাপের কারণে তাকে বরখাস্ত করা হয়েছে।

ফাঁস হওয়া ওই ফোনালাপে পায়েতংটার্ন হুন সেনকে ‘চাচা’ সম্বোধন করে একজন থাই সামরিক কমান্ডারের সমালোচনা করেন। এই ক্লিপটি জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। পরে তার বরখাস্তের জন্য আদালতে একটি আবেদন করা হয়। আদালত সেই আবেদনের প্রেক্ষিতে পায়েতংটার্নকে বরখাস্ত করা হয়।

এই ঘটনার ফলে পায়েতংটার্ন শক্তিশালী শিনাওয়াত্রা পরিবারের তৃতীয় রাজনীতিবিদ হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা হারালেন। গত দুই দশক ধরে এই পরিবার থাই রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা পালন করে আসছে।

এর দুই সপ্তাহ আগে একটি গুরুত্বপূর্ণ রক্ষণশীল মিত্র ক্ষমতা ত্যাগ করায় পায়েতংটার্নের ক্ষমতাসীন জোটের সংখ্যাগরিষ্ঠতা এমনিতেই কমে গিয়েছিল।

সাংবিধানিক আদালত ৭-২ ভোটে তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। আদালত তার বরখাস্তের মামলাটি পর্যালোচনা করছে ও পায়েতংটার্নকে আত্মপক্ষ সমর্থনের জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছে।

ইতোমধ্যে, উপ-প্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিট দেশের ভারপ্রাপ্ত নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

যদি পায়েতংটার্নকে অবশেষে বরখাস্ত করা হয়, তবে তিনি গত বছরের আগস্টের পর থেকে ফিউ থাই পার্টির দ্বিতীয় প্রধানমন্ত্রী হবেন যাকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হলো।

এর আগে, তার পূর্বসূরি স্রেথা থাভিসিনকে তার মন্ত্রিসভায় একজন সাবেক আইনজীবীকে নিয়োগের জন্য বরখাস্ত করা হয়েছিল, যিনি একবার জেল খেটেছিলেন। এর কয়েকদিন পরেই পায়েতংটার্ন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ৩৮ বছর বয়সী পায়েতংটার্ন থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ নেত্রী ও তার খালা (মায়ের বোন) ইংলাক সিনাওয়াত্রার পর দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন।

পায়েতংটার্ন ফাঁস হওয়া ফোনালাপে যা বলেছিলেন তার জন্য ক্ষমা চেয়েছেন। সাম্প্রতিক সীমান্ত বিরোধের জন্য এটিকে তিনি ‘আলোচনার কৌশল’ হিসেবে বর্ণনা করেছেন। তবে রক্ষণশীল আইনপ্রণেতারা তাকে কম্বোডিয়ার কাছে মাথানত করা ও থাইল্যান্ডের সামরিক বাহিনীকে দুর্বল করার অভিযোগ এনেছেন।

আদালতের এই সিদ্ধান্তটি এমন এক দিনেই এলো যখন পায়েতংটার্নের বাবা থাকসিন সিনাওয়াত্রা নিজের রাজনৈতিক সমস্যা নিয়ে লড়াই করছেন। থাকসিন নয় বছর আগে দক্ষিণ কোরিয়ার একটি সংবাদপত্রে দেওয়া এক সাক্ষাৎকারে রাজতন্ত্রকে অবমাননার অভিযোগের বিরুদ্ধে লড়াই করছেন। মঙ্গলবার (১ জুলাই) তার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

বিতর্কিত এই রাজনৈতিক নেতা ১৫ বছর নির্বাসনের পর ২০২৩ সালে থাইল্যান্ডে ফিরে আসেন। তিনি দেশের কুখ্যাত ‘লেসে ম্যাজেস্টে’ (রাজতন্ত্রের অবমাননা) আইনের অধীনে অভিযোগের মুখোমুখি হওয়া সবচেয়ে হাই প্রোফাইল ব্যক্তিত্ব।
সূত্র- বিবিসি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত : মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক: সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ মো. ওসমান...

এমবিবিএস ভর্তির পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭

কর্পোরেট সংবাদ ডেস্ক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। রোববার...

হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে বলে জানিয়েছেন ঢাকা...

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

কর্পোরেট সংবাদ ডেস্ক : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৮৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে...

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেওয়া হবে। এই প্রটোকলে রাজনৈতিক...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার...

এন্টারপ্রাইজ কানেক্টিভিটি ও ডিজিটাল সল্যুশনে পিটিসি-এক্সেনটেকের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি

কর্পোরেট ডেস্ক: পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি (পিটিসি)-এর সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে এক্সেনটেক পিএলসি। করপোরেট সার্ভিস, সিম-ভিত্তিক এন্টারপ্রাইজ সল্যুশন এবং ডিজিটাল সক্ষমতা...

গ্রাহক সন্তুষ্টির প্রত্যয় নিয়ে দেশের ১৬ অঞ্চলে ইউসিবির টাউনহল

কর্পোরেট ডেস্ক: একই দিনে, একই সময়—দেশের ১৬টি অঞ্চলে একসাথে টাউনহল। কোথাও ব্যাংকের চেয়ারম্যান, কোথাও ব্যবস্থাপনা পরিচালক, কোথাও এএমডি, ডিমডি কিংবা সিনিয়র কর্মকর্তারা। পুরো দেশের...