![]() |

অর্থ-বাণিজ্য ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, চলতি অর্থবছরে সোমবার সকাল পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। গত ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় এই বছর রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি থাকবে। আগামী কয়েক দিনে রাজস্বে আরও কিছু যোগ হবে। চূড়ান্ত অঙ্ক পেতে ২-৩ সপ্তাহ সময় লাগবে। তবে আমরা নিশ্চিত, গতবারের চেয়ে এবার রাজস্ব আদায় বেশি হবে।
সোমবার (৩০ জুন) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে আবদুর রহমান খান এ কথা বলেন।
এবার রাজস্ব আদায় হোঁচট খেয়েছে মন্তব্য করে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, গতবারের চেয়ে এবার রাজস্ব আদায় বেশি হবে। কিন্তু যে পরিমাণ রাজস্ব আদায় আশা করছিলাম, তাতে একটু হোঁচট খেয়েছি গত কয়দিনের কাজকর্মে। এতে ব্যবসা বাণিজ্য বিঘ্নিত হয়েছে।
এনবিআর চেয়ারম্যান বলেন, আজ সকাল ১০টা পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে তিন লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা। আজ যেটা ট্রেজারিতে জমা হবে সেটার রিপোর্ট কাল পাব। এর বাইরে সরকারি প্রকল্পের কর বা মূসকের বিল থাকে, যেটা আদায় হয়। সেটা সমন্বয় করতে কিছুটা সময় লাগবে।
স্বাভাবিকভাবে জুন ক্লোজিংয়ে একটু সময় লাগে জানিয়ে আবদুর রহমান খান বলেন, ফাইনাল ফিগার আসতে প্রায় তিন সপ্তাহ সময় লেগে যাবে। আজ সব দপ্তর খোলা। ব্যাংকও খোলা। আমি আশা করি, আজকে ভালো পরিমাণ রাজস্ব জমা হবে। সরকারি বিলগুলো এডজাস্ট করলে গতবারের চেয়ে বেশি হবে, এটা নিশ্চিত।
আবদুর রহমান খান বলেন, ‘আমার ধারণা আজকে (সোমবার) ভালো পরিমাণ অর্থ জমা হবে। সরকারি বিলগুলো অ্যাডজাস্ট করলে গতবারের চেয়ে বেশি হবে, এটা নিশ্চিত। একটা নির্দিষ্ট অংশের গ্রোথ হবে। আমরা যেরকম আশা করেছিলাম হয়তো সেটার কাছাকাছি থাকবে। তারপরেও জুলাই মাসে আবার ড্রাইভ দিয়ে আমরা এটা ট্রেজারিতে নিয়ে আসব। জুলাই মাসে আমাদের টাকা লাগবে। সরকারকে জুলাই মাসে খরচ করতে হবে। আমাদের কর্মতৎপরতা আগের মতো চলবে।’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘যা কিছু হয়েছে সব ভুলে গিয়ে রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে আমরা সবাই কাজ করব। যে কাজগুলো আছে সেগুলো এগিয়ে নিয় যাব। আশা করি আমাদের আর এ ধরনের সমস্যার মধ্যে যেতে হবে না। অতীতে রেভিনিউ অফিসাররা যেভাবে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, একইভাবে তারা কাজ করবেন।’
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে মোট রাজস্ব আদায় হয়েছিল ৩ লাখ ৬৩ হাজার কোটি টাকা। আর চলতি অর্থবছরের শুরুতে সরকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা, যা পরে কমিয়ে ৪ লাখ ৬৫ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়। এই প্রেক্ষাপটে কেবল এনবিআরের রাজস্ব ঘাটতি লক্ষ্যমাত্রার তুলনায় এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে, যা রেকর্ড।
আরও পড়ুন:
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| রাজস্ব আদায় গতবারের চেয়ে বেশি হবে: এনবিআর চেয়ারম্যান https://corporatesangbad.com/515507/ |